আইটি

ক্যারিয়ারের জন্য দরকারি অ্যাপগুলো

ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে স্মার্টফোন। নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিতেও স্মার্টফোন দারুন মাধ্যম। বেশ কিছু দারুণ অ্যাপ রয়েছে আপনাকে বহুদূর এগিয়ে নিতে পারে। এখানে নিন এমনই কিছু অ্যাপের খবর।
১. অনেকটা টিন্ডারের মতো ইন্টারফেস নিয়ে আছে জবার। বাজারে নতুন করে চাকরি না খুঁজতে থাকলেও, মাঝে মাঝে এটি দেখতে পারেন। ডান বা বামে সোয়াইপ করেই সহজে এক ঝলক চাকরির খবরগুলো দেখ নেওয়া যায়। অ্যান্ড্রয়েড ও আইওএস-এ ফ্রি মিলবে এটি।
২. নতুন কারো সঙ্গে পরিচিত হলে তাদের বিজনেস কার্ডটি 'বিজনেস কার্ড রিডার প্রো'-এর মাধ্যমে স্মার্টফোনেই রেখে দিত পারেন। আইওএস-এ ৬.৯৯ ডলারে মিলবে অ্যাপটি।
৩. হেস্টাকের মাধ্যমে আপনি নিজের ডিজিটাল বিজনেস কার্ড বানিয়ে নিতে পারেন। নেটওয়ার্কের মাধ্যমে এটি পরিচিত-অপরিচিতদের সঙ্গে শেয়ার করতে পারেন। একে নেক্সট জেনারেশন বিজনেস কার্ড বলে মনে করা হচ্ছে। আইওএস ও অ্যান্ড্রয়েডে ফ্রি মিলবে অ্যাপটি।
৪. পকেট রিজ্যুমি'র মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই একটা রিজ্যুমি বানিয়ে ফেলতে পারেন। রিজ্যুমি তৈরির দারুণ এক টুল। আইওএস-এ পাওয়া যাবে ৪.৯৯ ডলারে।
৫. ইনডিড জব সার্চ-এর মাধ্যমে পদ খালি আছে এমন চাকরির তালিকা পেয়ে যাবেন। এর মাধ্যমে চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের একই প্লাটফর্মে এনেছে অ্যাপটি। আইওএস ও অ্যান্ড্রয়েডে মিলবে বিনামূল্যে।
৬. কোন প্রতিষ্ঠানে কাজ করার আগে এ চাকরি সম্পর্কে নানা তথ্য জানাবে 'গ্লাসডোর'। আইওএস এবং অ্যান্ড্রয়েডে আছে বিনামূল্যে।
৭. লিঙ্কডইন এমন এক অ্যাপ যা আপনার ক্যারিয়ারের বিস্তর সুযোগ সৃষ্টি করতে পারে। স্থানভেদে চাকরির সুযোগের খবর দেবে লিঙ্কডইন। পড়াশোনা শেষ করে বের হচ্ছেন বা বের হয়েছেন তাদের জন্যে দারুণ কাজের অ্যাপ। লিঙ্কডইন মোবাইল, লিঙ্কডইন জব সার্চ এবং লিঙ্কডইন স্টুডেন্টস মিলবে ফ্রি-তে। সূত্র : বিজনেস ইনসাইডার