আইটি

মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো চালকবিহীন রোবোট্যাক্সি সার্ভিস চালু করল উবার ও উইরাইড

উবার এবং স্বয়ংচালিত যান প্রযুক্তি প্রতিষ্ঠান উইরাইড মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো সম্পূর্ণ চালকবিহীন রোবোট্যাক্সি সেবা চালু করেছে। দুবাইয়ের পর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বুধবার থেকে যাত্রীরা উবার অ্যাপের মাধ্যমে ড্রাইভারবিহীন রোবোট্যাক্সি বুক করতে পারবেন। উবার–উইরাইডের এই মাইলফলক অর্জনের পথ শুরু হয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে, যখন দুই প্রতিষ্ঠান প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে স্বয়ংচালিত রাইড সার্ভিস আনার ঘোষণা দেয়। তিন মাস পর আবুধাবিতে পরীক্ষামূলক স্বয়ংচালিত সেবা চালু হলেও তখন গাড়িতে নিরাপত্তা পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠান দুটির ভাষ্য ছিল—এটি ২০২৫ সালের সম্পূর্ণ চালকবিহীন বাণিজ্যিক সেবার জন্য ভিত্তি তৈরি করছে। অবশেষে সেই লক্ষ্যের বাস্তবায়ন হলো। উবার ও উইরাইড আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে আবুধাবিতে এখন সম্পূর্ণ ড্রাইভারবিহীন রোবোট্যাক্সি বাণিজ্যিক সেবা চালু হয়েছে—যা মধ্যপ্রাচ্যে এই ধরনের প্রথম উদ্যোগ। আজ থেকে আবুধাবির যাত্রীরা উবার অ্যাপে UberX বা Uber Comfort নির্বাচন করলে উইরাইডের সম্পূর্ণ স্বয়ংচালিত রোবোট্যাক্সি পেতে পারেন। এছাড়া অ্যাপে “Autonomous” অপশন নির্বাচন করলে ড্রাইভারবিহীন গাড়ি পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে। তবে রাইড বুক করতে হলে যাত্রাপথটি অবশ্যই উইরাইডের নির্ধারিত সেবা এলাকার মধ্যে থাকতে হবে এবং সেই সময় উইরাইডের বিশেষ GXR Robotaxi গাড়িটি উপলব্ধ থাকতে হবে। যুক্তরাষ্ট্রের অস্টিন ও আটলান্টায় ওয়েমোর সঙ্গে উবারের যে অংশীদারিত্ব রয়েছে, আবুধাবিতে উইরাইডের ক্ষেত্রেও একই মডেল অনুসরণ করা হচ্ছে। উবার উইরাইড ফ্লিট পরিচালনার পুরো প্রক্রিয়া তদারকি করবে—যেমন যাত্রী সহায়তা, সেবা ব্যবস্থাপনা ইত্যাদি। অপরদিকে স্থানীয় প্রতিষ্ঠান তাওয়াসুল ট্রান্সপোর্ট গাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, চার্জিং এবং ডিপো ব্যবস্থাপনার দায়িত্ব নেবে। উইরাইড নিজস্ব প্রযুক্তিগত পরীক্ষার কাজ চালিয়ে যাবে। গত বছর উবার ও উইরাইড মধ্যপ্রাচ্যের বাইরে অংশীদারিত্ব বৃদ্ধির ঘোষণা দিয়েছিল, যেখানে দুবাইকে পরবর্তী বড় রোবোট্যাক্সি বাজার হিসেবে নির্ধারণ করা হয়েছে। আগামী পাঁচ বছরে ইউরোপসহ আরও ১৫টি শহরে এই ড্রাইভারবিহীন রোবোট্যাক্সি সেবা চালুর লক্ষ্য নিয়েছে দুই প্রতিষ্ঠান।

এলএবাংলাটাইমস/ওএম