আইটি

গোপনীয়তা নীতি পরিবর্তনে বাধ্য হচ্ছে গুগল

ব্যবহারকারীদের গোপনীয় তথ্য সংরক্ষণ বিষয়ে নিজের নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে ইন্টারনেটে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। নতুন নীতি অনুযায়ী ব্যবহারকারীর 'ব্যক্তিগত তথ্য কিভাবে সংরক্ষণ হচ্ছে', সে বিষয়ে বিস্তারিত জানাবে প্রতিষ্ঠানটি।ব্রিটেনের তথ্য কমিশনার কার্যালয় গুগলের গোপনীয়তা সংক্রান্ত নীতিকে 'অস্পষ্ট' বলে উল্লেখ করার পর এটি পরিবর্তনে বাধ্য হচ্ছে ভার্চুয়াল জগতে তথ্য খোঁজার সবচেয়ে জনপ্রিয় এ প্রতিষ্ঠান। ২০১২ সালের মার্চে গুগল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সংরক্ষণে নতুন একটি নীতি গ্রহণ করে। এতে জিমেইল, গুগল প্লাস ও ইউটিউবে ব্যবহারকারীর দেওয়া তথ্য নিজেদের মধ্যে আদান-প্রদান এবং গুগলে বিদ্যমান ৭০টি গোপনীয়তার নীতি সমন্বয় করা হয়। এই নীতির যথার্থতা তদন্ত করতে গিয়েই এতে 'অস্পষ্টতা'  খুঁজে পায় ব্রিটিশ তথ্য কমিশন। তদন্তের পর এক বিবৃতিতে কমিশন বলে, 'গুগলকে একটি প্রতিজ্ঞাপত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর করতে হবে। যেখানে বলা থাকবে-তারা আগামী জুনের মধ্যে নিজের গোপনীয়তা সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনবে এবং দুই বছরের মধ্যে এ বিষয়ে আরও পদক্ষেপ নেবে।' বিষয়টি স্বীকার করে গুগলের এক মুখপাত্র বলেন, 'তথ্য কমিশনারের কার্যালয় তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে; এতেই আমরা খুশি। ভবিষ্যতে আমাদের গোপনীয়তা নীতির উন্নয়নে তাদের সঙ্গে আমরা একমত হয়েছি।' তবে গোপনীয়তা বিষয়ে এ ধরনের পরিস্থিতি গুগলের জন্য নতুন নয়। 'দুর্বল' গোপনীয়তা নীতির কারণে এর আগে স্পেন ও ফ্রান্সে প্রতিষ্ঠানটিকে মোটা অংকের জরিমানা গুণতে হয়।  সূত্র: বিবিসি, রয়টার্স