রান্নাবান্না

ইয়ুথ ফেস্টে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি আমেরিকান ক্যালিফোর্নিয়া সোসাইটি (বিএসিএস)। সংগঠনটি এই প্রথমবারের মতো মরেনো ভেলি সিটি হল আয়োজিত ইয়ুথ ফেস্টের এক আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রশংসা অর্জন করেছে।
সম্প্রতি এই ইয়ুথ ফেস্ট অনুষ্ঠিত হয়। সংগঠনের পরিবেশনায় মুগ্ধ হয়ে স্থানীয় সাপ্তাহিক মরেনো ভেলি সিটি নিউজ বাংলাদেশি সংস্কৃতির ওপর একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করে। ওই পত্রিকায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সংবাদ পরিবেশন করা হয়।
উল্লেখ্য, লস অ্যাঞ্জেলেসের সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চ্যানেল আই ও ভয়েস অব আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রতিনিধি সাইফুর রহমান ওসমানী জিতুর নেতৃত্বে ২০১২ সালে বাংলাদেশি আমেরিকান ক্যালিফোর্নিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি ইতিমধ্যে মূলধারায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।