রান্নাবান্না

ক্যানড টুনা ফিশ দিয়ে অত্যন্ত সুস্বাদু টুনা কাবাব

ক্যানড টুনা ফিশ এমন কোন আহামরি দামী জিনিস নয়। ১৪০ টাকা থেকে শুরু করে ২০০ টাকার মাঝেই মেলে এই ক্যানড টুনা। তবে অনেকেই জানেন না কীভাবে এই টুনা রান্না করতে হয়। মাছের কাবাব কি কেবল তাজা মাছ দিয়ে তৈরি করেন? ক্যাড টুনা ফিশ দিয়েও কিন্তু দারুণ কাবাব হয় মাছের। দারুণ রেসিপিটি দিয়েছেন ফারহিন রহমান।
উপকরণ-- টুনা ১ এক কাপ [ canned ]
- সেদ্ধ আলু ১টি মাঝারি সাইজ
- কাঁচা মরিচ কুচি
- পিঁয়াজ কুচি ১ টি
- ধনে পাতা কুচি
- পুদিনা পাতা কুচি
- লবণ স্বাদ মত
- আদা-রসুন বাটা ১/২ চা চামচ
- ধনে-জিরা গুঁড়ো ১/২ চা চামচ
- কাবাব মশলা ১/২ চা চামচ
- গুঁড়ো মরিচ ১/২ চা চামচ
- গোলমরিচ গুঁড়ো ১/৪ চা চামচ
- টমেটো সস ১ টেবিল চামচ
- চিনি সামান্য
- ব্রেড ১ পিস বা ব্রেড এর গুঁড়ো ৩-৪ টেবিল চামচ
- ডিম ২ টা
- ব্রেড গুঁড়ো ১ কাপ ভাজার জন্য
- তেল ভাজার জন্যপ্রণালি--এক বাটিতে টুনা, আলু, একটা ডিম, ৩-৪ টেবিল চামচ ব্রেড গুঁড়ো ( আস্ত ব্রেড হলে পানিতে একটু ভিজিয়ে নরম করে নিয়ে মিশাতে হবে ) সহ সব উপকরণ এক সাথে মিশিয়ে নিতে হবে।-এবার পছন্দ মত শেপে কাবাব বানিয়ে ব্রেড গুঁড়োতে গড়িয়ে ফেটানো ডিমে চুবিয়ে হালকা গরম তেলে মিডিয়াম আছে ভেজে নিন।-আপনি চাইলে প্রথমে ডিমে চুবিয়ে তারপর ব্রেড গুঁড়ো দিতে পারেন। এতে কাবাব ক্রিসপি হবে।-পরিবেশন করুন গরম গরম।