প্রবাস

বিশ্ব সিলেট সম্মেলন ২০১৮-এর পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ঘোষণা

টরন্টো, ১৭ জুলাই- গত ১৬ জুলাই টরন্টোর মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আসন্ন বিশ্ব সিলেট সম্মেলন উপলক্ষে এক বিশেষ সভা। সভায় সম্মেলন সংক্রান্ত বিভিন্ন বিষয়াবলী এবং সম্মেলনের সর্বশেষ অবস্থান সম্পর্কে সবাইকে অবহিত করেন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি দেবব্রত দে তমাল।

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো-র প্রচার সম্পাদক ইলিয়াছ খান জানান, সভাপতি তমাল দে আসন্ন বিশ্ব সিলেট সম্মেলন উপলক্ষে অতি সম্প্রতি বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি বিভিন্ন নেতৃস্থানীয় সিলেটি ব্যক্তিবর্গ এবং সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী এবং রাজনৈতিক পেশাজীবী সংগঠনের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় যোগদান করেন।

সভায় স্বনামধন্য চিকিৎসক এবং বিশ্ব সিলেট সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা: জিয়াউদ্দিন আহমেদের সদ্য প্রয়াত শ্রদ্ধেয় মাতা, সিলেট মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ হুসনে আরা আহমেদ-এর বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং তাঁর প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভার শেষ পর্যায়ে আসন্ন বিশ্ব সিলেট সম্মেলন ২০১৮ এর পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ঘোষণা দেয়া হয়। (স্থানীয় পত্রিকায় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে)

সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর কার্যকরী পরিষদের সদস্যবৃন্দসহ উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ এবং টরন্টোর বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি দেবব্রত দে তমাল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি