প্রবাস

গ্রীনটাচ’র বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গ্রীনটাচ আয়োজিত শিশু-কিশোর-কিশোরীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ আগষ্ট অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার  বিতরণকরা হয় গত ২৪ আগষ্ট শুক্রবার। প্রতিযোগিতার বিষয় ছিলো ‘দেয়ার ইজ নান ইন দ্যা স্কুল অর ইন দ্যা হাউজ চাইল্ড বিহেভিয়ার এন্ড ডেভেলপমেন্ট’। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এমন আয়োজনের প্রশংসা করেন এবং আয়োজক সংগঠন গ্রীণটাচ-এর কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

সিটির জ্যাকসন হাইটসস্থ গ্রীনটাচ কার্যালয়ে গত ১৭ আগষ্ট শুক্রবার অপরাহ্নে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খানস টিউটোরিয়াল, মামুন টিউটোরিয়াল, স্কলাস্টিকা টিউটোরিয়াল, ইন্সপিরেশন অব বাংলাদেশ এবং শেয়ার দ্যা গ্লোব’-এর সার্বিক সহযোগিতায় এতে নতুন প্রজন্মের শিশু-কিশোর-কিশোরীরা অংশ নেন। এ (৩-৫ বছর), বি (৬-৮) বছর এবং সি (৯-১২) বছর এই তিন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তিন বিভাগ থেকে শীর্ষ স্থান দখলকারী প্রথম তিনজন করে মোট ৯জন সহ একজনকে ‘বেস্ট স্পীকার অ্যাওয়ার্ড অ্যাজ চ্যাম্পিয়ন’ পুরষ্কার, অ্যাওয়ার্ড সার্টিফিকেট ও গিফকার্ড প্রদান করা হয়।

গ্রীণটাচ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয় গত ২৪ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে। গ্রীনটাচ-এর নির্বাহী পরিচালক ভিক্টর এলাহী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, এনওয়াই ইন্স্যুরেন্স-এর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খানস টিউটোরিয়াল-এর চেয়ারপার্সন নাঈমা খান, বিশিষ্ট ব্যবসায়ী মাকসুদুর রহমান, মামুন টিউটোরিয়াল-এর প্রিন্সিপ্যাল শেখ আল মামুন, বারী ফাউন্ডেশন-এর সভাপতি মোহাম্মদ আসাদুল বারী, ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ’র প্রেসিডেন্ট বেলাল আহমেদ, এড এন টেক-এর প্রসিডেন্ট মির্জা হুদা, গ্লোবাল ট্রাভেলস ওয়ান-এর স্বত্তাধিকারী মির্জা শামীম জামান,  বিতর্ক প্রতিযোগিতার প্রধান বিচারক মাহবুবা কবিতা, গ্রীনটাচ-এর ইভেন্ট পরিচালক দেওয়ান আশরাফুল আলম ও সংগঠক ফারজানা হক প্রমুখ।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি