প্রবাস

লোক সঙ্গীত সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গত ৮ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় সুরছন্দ সঙ্গীত বিদ্যালয়ে লোক সঙ্গীত সম্মেলন কমিটির প্রস্তুতি সভা জয়েন্ট কনভেনার আবু তালেব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলনের অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা ডাঃ মেছের আহমেদ, সাংস্কৃতিক চেয়ারম্যান ইমদাদুল হক, চীফ কো-অডিনেটর সেলিম ইব্রাহিম, কবি এবিএম সালেহউদ্দিন, কণ্ঠ শিল্পী ডাঃ নার্গিস রহমান, বাবলী হক, রুবিনা শিল্পী, শাহনাজ পারুল, ইত্তেহাদ মঞ্জু, তামান্ন হাসিনা, সুলতানা খানম, রওশন আরা বেগম, তুহিন আজাদ রোজী, হুমায়ুন কবির, সুজাতা সরকার, মোহর খান ও নূর ইসলাম বর্ষণ।
সম্মেলনের অগ্রগতি সন্তোষজনক বলে সকল বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলন উপলক্ষে শিশু কিশোর প্রতিযোগিতা আগামী ১৫ই সেপ্টেম্বর সকাল ১০টায় সুরছন্দ সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় স্টল বরাদ্দের কাজ এগিয়ে চলছে। এ ব্যাপারে দায়িত্ব পালন করছেন মেলা চেয়ারম্যান তামান্না হাসিনা। মেলায় স্টল নিতে আগ্রহীরা ৭১৮-৫১৭-১৪৭৭ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
সম্মেলনের প্রধান শিল্পী ড. নাশিত কামাল আগামী ১৭ই সেপ্টেম্বর নিউইয়র্ক এসে পৌছবেন বলে আয়োজন কমিটি অবহিত করেছেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসের বিশিষ্ট এটর্নী মঈন চৌধুরী, গেস্ট অব অর্নার থাকবেন নার্গিস আহমেদ, সাবেক সভাপতি বাংলাদেশ সোসাইটি, বিশেষ অতিথি হিসেবে থেকে সম্মেলন এর উদ্বোধন ঘোষণা করবেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রধান নির্বাচন কমিশনার লায়ন্স আসেফ বারী টুটুল।
সম্মেলন আগামী ২১ সেপ্টেম্বর বিকাল ৪টায় শুরু হবে। চলবে মধ্যরাত পর্যন্ত। সম্মেলন সবার জন্য উন্মুক্ত।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি