প্রবাস

প্রাগে আয়েবার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জার্মানিতে নিযুক্ত  বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ আযেবা ইউরোপে বসবাসকারী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেছেন । চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অনুষ্ঠিত অলইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন-আয়েবার নির্বাহী কমিটির ১৪তম সভায় প্রধান অতিথির বক্তব্যে এই অভিমত ব্যক্ত করেন।  জার্মানি ছাড়াও চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও রোমানিয়ার দায়িত্বে আছেন এই জ্যেষ্ঠ কূটনীতিক।
আয়েবা সভাপতি ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদিনের সভাপতিত্বে , মহাসচিব কাজী এনায়েত উল্লাহ উদ্বোধনী অনুষ্ঠান  পরিচালনা করেন।
রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ মনে করেন আয়েবাকে একটি কর্মপন্থা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। ইতালীর নতুন আইন নিয়ে আয়েবা জাতিসংঘের সহায়তা চাইব বলে জানান নেতা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পোল্যান্ডের বাংলাদেশের অনাররি কনসাল জেনারেল ইঞ্জিনিয়ার ওমর ফারুক, চেক প্রজাতন্ত্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টিগ্রেশন বিভাগের প্রধান ইয়ান কেপকা, প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ের হেড অব চ্যান্সেলর ড. মিলান প্রাসিল, ইউকের শাহগীর বখত ফারুক, আর্জেন্টিনার আলীম আল রাজি, প্রাগের তিন কমিউনিটি ব্যক্তিত্ব ডা. ফাইজুল ভূইয়া মামুর, ডা. রমেশ বিশ্বাস, কামাল হেনা ,আযেবার সহসভাপতি ফখরুল আকম সেলিম,আহমেদ ফিরোজ,প্রাগের কো-অর্ডিনেটর আজহার কবীর বাবুসহ ইউরোপের বিভিন্ন দেশের আয়েবা নেতৃবৃন্দ।
১৪ তম নির্বাহী কমিটির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কযেকটি হয়েছে। আয়েবার পরবর্তী সভা অনুষ্ঠিত হবে ইতালির কাতনিয়ায় ২৬ জানুয়ারী।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি