প্রবাস

শেখ রেহানার সাথে ইতালী মহিলা আ.লীগ নেত্রীর সৌজন্য সাক্ষাত

লন্ডনে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার সাথে উপমহাদেশের বরেণ্য স্বনামধন্য সুরকার সংগীতশিল্পী ইতালী মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহনাজ সুমি গত ২১ অক্টোবর রবিবার সন্ধ্যায় লন্ডনে একটি অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় শেখ রেহানা শাহনাজ সুমির সংগীত নিয়ে আলোচনা করেন এবং তাঁর প্রতিভার ভূয়সী প্রশংসা করেন। এবং  উপমহাদেশের সমৃদ্ধ সংগীতকে নতুন করে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য কন্ঠশিল্পী শাহনাজ সুমিকে অনুরোধ করেন।

এ সময়ে শাহনাজ সুমি ইতালী মহিলা আওয়ামী লীগ ও তার সংগীত জগতের কার্যক্রম নিয়ে শেখ রেহানার সাথে আলাপ করেন। এবং বিভিন্ন কার্যক্রমের দিক তুলে ধরেন ও বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসাবে গড়ে তুলার জন্য এবং ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার কার্য যথাযথভাবে বাস্তবায়ন করে দেশকে কলঙ্ক মুক্ত করার জন্য ও দেশকে বিশ্বেরদরবারে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেখ রেহানার সঙ্গে সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন লন্ডনে অবস্থানরত বিভিন্ন সামাজিক ও আওয়ামী নেতৃবৃন্দরা। পরিশেষে শাহনাজ সুমি তার নিজের একটি গানের এলবাম " এক জীবন " তিনি শেখ রেহানাকে উপহার হিসেবে প্রদান করেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি