প্রবাস

পেটারসনে ‘বাংলাদেশ বুলেবার্ড’ নামে সড়ক হচ্ছে

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী অধ্যুষিত অন্যতম অঙ্গরাজ্য নিউজার্সীর পেটারসনে ‘বাংলাদেশ বুলেবার্ড’ নামে সড়ক হচ্ছে। এব্যাপারে স্থানীয় সিটি কাউন্সিল প্রশাসন নীতিগতভাবে ঐক্যমতে পৌছেছে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য পেটারসনের নির্বাচিত সিটি কাউন্সিলম্যান বাংলাদেশী-আমেরিকান শাহীন খালিককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। তাকে সার্বিক সহযোগিতা করছেন সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আকতারুজ্জামান সহ স্থানীয় বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ।

জানা গেছে, নিউজার্সী অঙ্গরাজ্যের পেটারসন ও আশপাশের এলাকায় ১০/১৫ হাজার প্রবাসী বাংলাদেশীর বসবাস। তাদের দীর্ঘদিনের দাবী বাংলাদেশ নামে সেখানকার একটি রাস্তা হোক। ইতিমধ্যেই ৪/৫ বছর আগে স্থানীয় প্রবাসী বাংলাদেশীর উদ্যোগে এবং জনপ্রতিনিধিদের সহযোগিতায় ‘জালালাবাদ সষ্ট্রীট’ নামে একটি সড়ক হয়েছে। ২০১৪ সালে নিউজার্সীতে প্রথমবারের মতো বাংলাদেশীদের প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সেখানে সিটি প্রশাসনের সহযোগিতায় ২০১৫ সালে স্থায়ী শহীদ মিনার নির্মান হয়েছে। যা বাংলাদেশী কমিউনিটির সাফল্য হিসেবে অনেকেই মনে করছেন।

বিশিষ্ট রাজনীতিক ও কমিউনিটি নেতা দেওয়ান বজলু ইউএনএ প্রতিনিধি-কে জানান, পেটারসনে ‘বাংলাদেশ বুলেবার্ড’ নামে একটি সড়কের নামকরণনের জন্য দীর্ঘদিন থেকে দাবী উঠেছে। এজন্য সিটি কাউন্সিলেও আবেদন করা হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে সিটি কাউন্সিল একটি কমিটি গঠন করে দিয়েছে এবং নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, পেটারসন সিটির ইউনিয়ন এভিনিউর ‘ক্রিটনেস এভিনিউ থেকে ওয়েস্ট বুলেভার্ড’ পর্যন্ত বাংলাদেশ বুলেভার্ড’ নামকরণ করা হবে। এটি এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি জানান, সিটি কাউন্সিলে অনুমোদিত হলেই ‘বাংলাদেশ বুলেভার্ড’ নামকরণ চুড়ান্ত হবে।

উল্লেখ্য, ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যগুলোর মধ্যে বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্কের ওজনপার্কে দূর্বৃত্তদের হামলায় নিহত সাংবাদিক মিজানুর রহমান মিজান স্মরণে স্থানীয় ফরবেল স্ট্রীটের নাম ‘মিজানুর রহমান ওয়ে’, ব্রঙ্কসের স্টার্লিং এভিনিউ’র নাম ‘বাংলা বাজার’ নামকরণ, ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস শহরের একটি জায়গার নাম ‘বাংলা টাউন’, শিকাগো শহরে ‘জিয়াউর রহমান ওয়ে’ এবং ‘বঙ্গবন্ধু ওয়ে’ নামে সড়কের নামকরণ হয়েছে বলে জানা গেছে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি