প্রবাস

নরসিংদী-৫ মনোনয়ন প্রত্যাশী প্রবাসী সাংবাদিক জুয়েল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-০৫ (রায়পুরা) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী তরুণ প্রবাসী সাংবাদিক রাশিদুল ইসলাম জুয়েল| তিনি সিঙ্গাপুর থেকে প্রকাশিত আমাদের বাংলাদেশ পত্রিকার প্রধান সম্পাদক| সারা বছরই দেশ বিদেশে ঘুরেন| তিনি নরসিংদী রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের নোয়াবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন যাবত তিনি প্রাথমিক নির্বাচনী প্রচারণা বিদেশে বসেই চালিয়ে যাচ্ছেন| ২০১৫ সালে গড়ে তুলেন বাবার নামে 'সালাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন| যা আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে| প্রবাসে থেকেও সামাজিক উন্নয়নমূলক অনেক কাজের সাথে সম্পৃক্ত|

রাশিদুল ইসলাম জুয়েল বলেন, বাংলার ভেনিস বলে পরিচিত রায়পুরা উপজেলা নরসিংদী জেলার সবচেয়ে অবহেলিত এক জনপদ| অপার সম্ভাবনাময় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই উপজেলা সবদিক দিয়েই পিছিয়ে রয়েছ| এখনও তেমন লক্ষণীয় অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি| আমার এই উপজেলার যুব সম্প্রদায়ের এক বৃহত্তর অংশ বেকারত্বের অভিশাপে অভিশপ্ত| অত্যন্ত দুঃখজনক বিষয় এই জনগোষ্ঠীর  কর্মসংস্থানের জন্য স্বাধীনতার ৪৭ বছরে শিল্প-কারখানা ও গড়ে উঠেনি রায়পুরা উপজেলায়| এখন সময় এসেছে পরিবর্তনের| তাই অবহেলিত বৃহত্তর রায়পুরা বাসীর উন্নয়নের স্বার্থে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ভোট দিন|

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি