প্রবাস

নৌকায় ভোট দিতে জার্মানি আ.লীগ উদ্যোগে ব্যাপক প্রচারণা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিকে গতিশীল রাখতে মুক্তিযুদ্ধের ধারক-বাহক জাতিরজনক বঙ্গবন্ধু'র প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে জার্মান প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে চালানো হচ্ছে ব্যাপক নির্বাচনী প্রচারণা।

আওয়ামী লীগ জার্মানি নির্বাচন প্রচার কমিটির প্রধান হাফিজুর রহমান আলম ও বাবুল তালুকদার-এর উদ্যোগে আয়োজিত এই প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশগুপ্ত। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আওয়ামী লীগ জার্মানির আহবায়ক সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের নেতা জাহিদুল ইসলাম পুলক এবং যুগ্ম আহ্বায়ক মাহফুজ ফারুক ।

এছাড়া এই নির্বাচনী প্রচারণায় সহযোগিতায় আছেন সদস্য সচিব নোমান হামিদ, নজরুল ইসলাম খালেদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি, উপদেষ্টা জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আহমেদ সেলিম, জার্মানি আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, সফি, মোঃ রিপন, সৈয়দ আহসান, জালাল, এনাম, কাজী আসিফ হোসেন দীপ, ইসমাইল হোসেন সজীব, পিন্টু রহমান, মোঃ মানিক, জার্মান যুব লীগের সভাপতি আমানুল্লা ইসলাম, সাধারণ সম্পাদক কায়সার আলম, সাংগঠনিক সম্পাদক সোহেল, রিংকু, লোকমান, জার্মানি স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি বোরহান খান, ফারুক আহমেদসহ বিপুল সংখ্যক নেতা কর্মীর অংশ গ্রহণে এই নির্বাচনী প্রচারণা এক আনন্দ মেলায় পরিণত হয়।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট ওফেন বাগসহ আসপাশের প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাংলা স্কুল, বাড়ি বাড়ি  গিয়ে নির্বাচনী প্রচার-অভিযান চালনো হয়।

ওফেন বাগ বাংলা স্কুলের পরিচালক খসরু খান স্বাধীনতার মার্কা নৌকায় সকলকে ভোট দেবার জন্য প্রবাসী ভাই-বোনসহ দেশবাসীকে অনুরোধ করেন।

বিশিষ্ট ব্যবসায়ী কামরুল আহসান সেলিম ও কামাল বলেন, বিগত বছরগুলোয় ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকার বিভিন্ন রকমের সুযোগ সুবিধা প্রদান করেছেন। তাই ব্যবসা-বাণিজ্যের উন্নতির ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো নির্বাচনে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান তারা ।

ইউরোপের আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশগুপ্ত বলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনাকে বার বার দরকার।

আওয়ামী লীগ জার্মানির আহবায়ক জাহিদুল ইসলাম পুলকসহ অন্যান্য নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে বলেন, প্রবাসী ভাই-বোনরা প্রবাসে থেকেই দেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। বিভিন্ন খাতে প্রবাসীদের জীবন-মান উন্নয়ন, নারীদের উন্নয়নে ঈর্ষণীয় ভূমিকা, যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী উন্নয়ন, বিদ্যুৎখাত, শিল্পখাতসহ সাধারণ মানুষের জীবন-যাত্রার উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।

তাই সকল নেত্রীবৃন্দ দেশের সকালের কাছে প্রবাস থেকে  উন্নয়নের রূপকার, বঙ্গকন্যা, গণমানুষের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে উদাত্ত আহ্বান জানান।