প্রবাস

প্রধানমন্ত্রীর সাথে ইতালী আওয়ামীলীগের সাক্ষাত

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও মাননীয় প্রধানমন্ত্রী মাদার অব হিউমিনিটি শেখ হাসিনা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ১৪ জানুয়ারী গনভবনে ইতালী আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এন কিবরিয়া, ইতালি আওয়মী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী, ইউরোপ আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হোসনে আরা বেগম, ইতালী আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর ফরাজী, আবু সাইদ খান, যুগ্ম-সাধারন সম্পাদক আলমগীর হোসেন, ইতালী রোম মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ খলিল বন্দুকছি, ওঁম হিন্দু এসোসিয়েশন ইতালির সভাপতি অনুপ কুমার, মহিলা আওয়ামীলীগ ইতালির নেত্রী শাহনাজ আক্তার।

নির্বাচনে দেশে এসে নৌকার পক্ষে নিজ নিজ এলাকায় কাজ করায় প্রবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

এ সময় তিনি আরো বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে ও ঐক্যবদ্ধ থেকে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে হবে।

ইতালী আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক অসুস্থ হেনরী ডি কস্তার খোজঁ খবর নেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা । এ সময় ইতালি আওয়ামী লীগের কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন তিনি।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি