প্রবাস

আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে গ্রীস যাচ্ছেন মিলান বাঙলা প্রেসক্লাব সভাপতি

আন্তর্জাতিক সেমিনার-২০১৯ এ  যোগদিতে মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সংবাদ শ্রমিক রিয়াজুল ইসলাম কাওছার আজ  সকালে ইতালি থেকে গ্রীস  এর উদ্দেশ্যে রওয়ানা হবেন।
ইউরো বাংলা নিউজ ২৪ ডট কম এর উদ্যোগে এবং  ইউরো বাংলা প্রেস ক্লাব এর সহযোগীতায় প্রবাসীদের প্রাপ্তি ও প্রত্যাশা - আমাদের করনীয় শীর্ষক আন্তর্জাতিক সেমিনার -২০১৯ এ ইউরো বাংলা প্রেস ক্লাব এর আমন্ত্রণে জনগুরুত্ব পূর্ণ প্রবাসীদের স্বার্থ রক্ষায়  গ্রীসের রাজধানী এথেন্সে আন্তর্জাতিক এই সেমিনারে যোগদিতে মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সংবাদ শ্রমিক রিয়াজুল ইসলাম কাওছার আজ শনিবার ২৬ জানুয়ারী ২০১৯, ইতালী থেকে গ্রীস সফর করবার কথা রয়েছে।ইতালির স্থানীয় সময় সকাল ১১*৩০টায় রাইয়ান এয়ার এর এটি ফ্লাইটে গ্রীসের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
গ্রীস সফরকালে সেমিনার ছাড়াও তিনি গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন এবং ইউরো বাংলা প্রেস ক্লাব সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ ও সাংবাদিক নেত্রীবৃন্দ সহ গ্রীস কমিউনিটির নেতাদের সাথে প্রবাসীদের পাঁচপোর্ট সমস্যা,প্রবাসীদের লাশ বিনা মূল্যে দেশে প্রেরণ,প্রবাসীদের বিভিন্ন পর্যায়ে কটুক্তি ও লাঞ্চনা সহ বিভিন্ন বিষয়ে খোলা মেলা আলোচনা করার কথা রয়েছে তাঁর । তিনি তিন দিনের সফর শেষে আগামী সোমবার ইতালী ফেরার কথা রয়েছে৷

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি