প্রবাস

ইতালির ত্রেভিজো বাংলা স্কুলে স্বপ্নকুঁড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইতালিতে বেড়ে উঠা এই প্রজন্মের শিশু কিশোরদের নিয়ে একুশের মাসে  শুরু হয়েছে স্বপ্নকুঁড়ি প্রতিযোগিতা। বাংলা ভাষা কে আরো জানানোর জন্য প্রবাসের শিশু কিশোরদের অংশগ্রহণে ত্রেভিজো  বাংলা স্কুলে রবিবার  চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও সুন্দর বাংলা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে ছেলে মেয়েরা চমৎকার ভাবে আমাদের শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার ও বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্কন করে। শুদ্ধ বাংলা ভাষায় কবিতা আবৃতি এবং বাংলা লিখন ছিল অসাধারণ। প্রবাসের শিশুকিশোররা এতো ভালো করে উপস্থাপন করেছে আমাদের একুশের তাৎপর্য যা উপস্থিত অভিবাবকদের আপ্লুত করেছে।

বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশু কিশোরদেদর মাঝে  পুরস্কার তুলে দেন বাংলাদেশ সমিতি ভেনিস এর প্রতিষ্ঠাতা সভাপতি মজিবুর রহমান সরকার।

অনুষ্ঠানে কোর আন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন শেষে  শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপ্নকুঁড়ি অনুষ্ঠানের সভাপতি ও বাংলা প্রেসক্লাব মিলানের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,যমুনা টিভির ইতালি প্রতিনিধি জাকির হোসেন সুমন,সাংবাদিক আসলামুজ্জামান,ত্রেভিজো  বাংলা স্কুলের সিনিয়র সহ সভাপতি ইমরান  হোসেন ,সাধারণ সম্পাদক তৈয়ব আলী,উপদেষ্টা ওমর ফারুক ,দিন ইসলাম হীরা,কোষাধক্ষ জসিম বেপারী,স্কুলের শিক্ষিকা জাহিদা পারভিন,কামরুন নাহার তুলি,সাথী আক্তার,মুকুল আক্তার।
আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীর মধ্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
স্কুলের অভিবাবকরা এমন আয়োজনে প্রশংসা করেন এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি