প্রবাস

টাওয়ার হ্যামলেটসের ইয়ং মেয়র-ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি জামি ও মুহসিন

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আগামী দুই বছরের জন্য ইয়ং মেয়র পদে জামি বারী সর্বোচ্চ ভোট পেয়ে এবং তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী মুহসিন মাহমুদ চৌধুরী দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। তাদের উভয়ের বাড়ি সিলেটে।
গত ২৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই নির্বাচন চলে। মোট ২১ টি স্কুলের ২১ টি পোলিং স্টেশনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৭হাজার ১৭৫ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১১ হাজার ৭শত ৬৩ জন। ইয়াং মেয়র পদের জন্য মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এছাড়া, ভোটের আনুপাতিক হারে আরো চারজন ডেপুটি মেয়র নির্বাচিত হন। গত ২৯ মার্চ টাউন হলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল চিফ এক্সিকিউটিভ এবং রিটার্নিং অফিসার উইল টাকলি। ফলাফল ঘোষণার পরপরই জামি বারি- নির্বাহী মেয়র জন বিগসের উপস্থিতিতে বিদায়ী ইয়ং মেয়র ফাহিমুল ইসলাম এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তারা সোশ্যাল এন্ড ইকনোমিক গ্রোথ, এনভারমেন্ট, হেলথ এন্ড ওয়েলবিং,কমিউনিটি এন্ড কমিউনিকেশন পোর্টফলিওতে মূল কেবিনেট এর সাথে কাজ করবেন।
টাওয়ার হ্যামলেটস নির্বাহি মেয়র জন বিগস জামি বারি ও নির্বাচিতদের অভিনন্দন জানান।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি