প্রবাস

বাংলদেশে নাশকতার প্রতিবাদে সুইজ্যারল্যাণ্ডে জাতিংসংঘের সদরদপ্তরের সামনে মানব বন্ধন

সারাদেশে হরতাল ও অবরোধের নামে বিএনপি জামাত জোটের পেট্রোল বোমায় পুড়িয়ে মানুষ হত্যা ও তান্ডবের প্রতিবাদে সুইজ্যারল্যাণ্ডের জেনেভায় জাতিংসংঘের সদরদপ্তরের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ সুইজ্যারল্যাণ্ড শাখার উদ্দ্যোগে মানব বন্ধন করা হয় । বাংলাদেশ আওয়ামী লীগ সুইজ্যারল্যাণ্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ চৌধুরীর সঞ্চালনায় উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সুইজ্যারল্যাণ্ড শাখার সভাপতি হারুন বেপারী, সাধারন সম্পাদক কারার কাওসার, সহ-সভাপতি আশরাফুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম এগার, উপদেষ্টা আবুল বাশার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শ্যামল খান, বিশিষ্ট মানবাধিকার কর্মী রহমান খলিলুর, বাংলাদেশ মাইনোরিটি কাউন্সিল সভাপতি অরূন বড়ুয়া, মাসুম খান, মিয়া সাব্বির রনি, স্বপন হাওলাদার, আজাদ আকন্দ, সৈয়দ কামরুজ্জমান সহ আরও অনেকে । মানব  বন্ধনে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী জোট সরকার বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর । আওয়ামী জোট সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে দেশে উন্নয়নের ধারা বজায় রেখেছে, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে । কিন্তু বিএনপি জামাত জোট নির্বাচনে অংশগ্রহণ না করে , আন্দোলনের নামে হরতাল, লাগাতার অবরোধ, পুড়িয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায় । কিন্তু লাদেশের জনগন তা মেনে নেবেনা । বক্তারা বিএনপি জামাত জোটকে ইংগিত করে আরও বলেন ,সংলাপ সংলাপ চিৎকার করে কোন কাজ হবেনা, সংলাপ চাইলে আগে মানুষ পুড়ানো বন্ধ করুন । মানব বন্ধন শেষে জাতিংসংঘের সদরদপ্তরে স্বারকলিপি প্রদান করা হয় ।