জাতির পিতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার অরল্যানডোর বাঙালির প্রানকেনদ্র ‘’আহমেদ” রেষ্টুরেনটে সর্বস্তরের শোকার্ত মানুষের উপস্হিতিতে বিশাল দোয়া মাহফিল অনুষ্টিত হয়। স্বাধীন বাংলাদেশর স্হপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাদ মাগরিব স্হানীয় ডেডিকেটেড আওয়ামী লীগারবৃনদ সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ জমায়েত হতে থাকেন। বুকে কালো ব্যাজ পরিধান করে নারী-পুরুষ-শিশু-কিশোর সকলে পরম শ্রদ্ধায় জাতির জনককে স্বরন করেন। শোকাবহ ভাবগম্ভীর্যের মধ্যে আলোচনায় বেড়িয়ে আসে বঙ্গঁবন্ধুর ঐন্দ্রজালিক নেতৃত্ব, পরাধীনতার থেকে স্বাধীনতা প্রাপ্তি, নিজস্ব জাতিসত্তা, গর্বিত আত্মপরিচয় প্রাপ্তির গৌরবোজ্জল কাহিনী। এরপর হাফেজ সাব্বির আহমেদের পরিচালনায় ফাতিহা পাঠ এবং মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। বেদনার্ত মনে সকলের আর্তি জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের উজ্জ্বল দৃষ্টান্ত।খবর বাপসনিঊজ মোনাজাতের পর খাবার বিতরন করা হয়।
ফ্লোরিডায় স্কুল খোলা সত্বেও দীর্ঘ রাত এগারটা পর্যন্ত পরিবার নিয়ে সকলের উপস্হিতি মহান দেশপ্রেমের অংশ। অনুষ্ঠানটি আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেডিকেটেড আওয়ামী লীগার মাহবুব মিলন, মোয়াজেম ইকবাল,শেলী আহসান, জসিমউদ্দিন, আবেদ আমির, সামসুতোহা, ইলিয়াস ঠাকুর, সামু, কনক, বাবু, নূর, টি টু, রুমেল, মেহেদি, করিমুজজামান, মুনির, তারেক,মাইনুল হক, জিহাদ রানা প্রমুখ।
ফ্লোরিডায় স্কুল খোলা সত্বেও দীর্ঘ রাত এগারটা পর্যন্ত পরিবার নিয়ে সকলের উপস্হিতি মহান দেশপ্রেমের অংশ। অনুষ্ঠানটি আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেডিকেটেড আওয়ামী লীগার মাহবুব মিলন, মোয়াজেম ইকবাল,শেলী আহসান, জসিমউদ্দিন, আবেদ আমির, সামসুতোহা, ইলিয়াস ঠাকুর, সামু, কনক, বাবু, নূর, টি টু, রুমেল, মেহেদি, করিমুজজামান, মুনির, তারেক,মাইনুল হক, জিহাদ রানা প্রমুখ।