প্রবাস

নারীদের সমন্বয়ে সিডনীতে ‘আমাদের গল্প’ বলার উদ্যোগ

ফেসবুক ভিত্তিক সংগঠন ‘আমি নারীঃ দ্য এমপাওয়ার্ড ওমেন’ এর উদ্যোগে সিডনীতে হয়ে গেলো প্রবাসী নারীদের অব্যক্ত গল্প বলার এক আয়োজন। ২০শে অক্টোবর রোববার বিকেল তিনটা থেকে বিভিন্ন বয়েসী নারীদের সমাবেশ শুরু হয় গ্লিনফিল্ড কমিউনিটি হলে।

আনিলা পারভিন ও ফারাহ কান্তার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় বিকাল চারটায়। অনুষ্ঠানে নারীদের মধ্যে নিজেরজীবনেরঅব্যক্ত গল্প বলেন শাফিন মোস্তাক, জেরিন তাসমিন, জেডি ক্রস, ড. রাজবিন শাখাওয়াত ও নুদরাত নবি।


প্রথম পর্বে হিজাব নিয়ে কথা বলেন শাফিন মোস্তাক। অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের জীবন সংগ্রাম নিয়ে কথা বলেন জেরিন তাসমিন। নারীদের কাজ ও চাকরী পাওয়া নিয়ে জিবনের গল্প জানান জেডী ক্রস। সিঙ্গেল মাদার হিসেবে প্রতিষ্ঠিত ও জীবনের বৈরী সময়ের না বলা গল্প বলেন ড. রাজবিন শাখাওয়াত এবং অটিজম নিয়ে অনুভুতি শেয়ার করেন নুদরাতনবী।
দ্বিতীয় পর্বে ছিল অংশগ্রহণকারী নারীদের সাথে দর্শকদের প্রশ্নত্তোর বিনিময়। এরপর  অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য দর্শক ও শ্রোতাদের আহবান জানানো হয়। অনুষ্ঠানে আগত সকল দর্শক ও শ্রোতা ছিল নারী এবং উদ্যোক্তাদের সকলেই নারী।

উল্লেখ্য, উপস্থিত দর্শকশ্রোতাদের মতে এটি একটি চমৎকার আয়োজন। নারীদের সচেতন, স্বনির্ভর ও স্বতন্ত্র করার লক্ষ্যে এটি একটি ইতিবাচক উদ্যোগ। সবশেষে চা-চক্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।