প্রবাস

সান দিয়াগোতে বিজয় মেলা আগামী শনিবার

গ্রেটার সান দিয়াগো বাংলাদেশ এসোসিয়েশন-এর উদ্যোগে এক বিজয় মেলার আয়োজন করা হয়েছে। আগামী শনিবার (১৪ ডিসেম্বর) বিয়ার ভ্যালি মিডল স্কুলে (3003 Bear Valley Pkwy Escondido, CA 92025) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই অনুষ্ঠানে থাকবে দেশের গান, কবিতা, গল্প, নৃত্য, মুখরোচক দেশি খাবার ও রকমারি কাপড়ের দোকান।

‘এসো না সবাই মিলে ভাগ করে নেই বিজয়ের আনন্দ!’এই প্রতিপাদ্য নিয়ে সকল প্রবাসীদের উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন গ্রেটার সান দিয়াগো বাংলাদেশ এসোসিয়েশন-এর নেতৃবৃন্দ।