প্রবাস

ছড়াকার সুফিয়ান চৌধুরী স্বদেশ যাত্রা করবেন ৩০ জানুয়ারি

স্বদেশ ফোরাম নিউইয়র্ক ও জালালাবাদ ল' সোসাইটির সাধারণ সম্পাদক ছড়াকার  এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী আগামী ৩০ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১.৪০ মিনিটে এমিরাত-এর ফ্লাইটে নিউইয়র্ক থেকে স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন।তিনি দেশে তিন সপ্তাহ অবস্হান করবেন।তাঁর শারীরিক সুস্হতার জন্যে সকলের  কাছে দোয়া চেয়েছেন।থবর বাপসনিঊজ ।
উল্লেখ্য,তিনি সিলেট সাহিত্য পরিষদ ও ছড়া পরিষদ,সিলেট-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,সাহিত্য সাময়িকী 'জীবন মিছিল'-এর সম্পাদক। তিনি শিশু সংগঠন শাপলা কুঁড়ির আসর ও চাঁদের হাট-এর সাথেও জড়িত ছিলেন।  একজন সফল সংগঠক হিসেবে সকল মহলে সুপরিচিত।শিশু সাহিত্য নিয়ে লেখালেখি করছেন সেই শৈশববেলা থেকেই।
তিনি ছাত্র জীবনে সিলেট এমসি কলেজের বার্ষিকী সম্পাদক ছিলেন।সিলেট জেলা আইনজীবি সমিতির লাইব্রেরী সম্পাদক ও কার্যকরী সদস্যও ছিলেন।তিনি সাংবাদিকতায়ও জড়িত ছিলেন।তাঁর আটটি বই বের হয়েছে নিধিরাম সর্দার(ছড়াগ্রন্হ), রাজার চোখে বানের পানি(গল্প গ্রন্হ),স্মৃতির ক্যানভাসে(স্মৃতিচারণমূলক ছড়াগ্রন্হ),কোলাব্যাঙের বিয়ে(ছড়া গ্রন্হ), ভোরের সৃজনে (কাব্য গ্রন্হ), যত দূরে যাই(কাব্য গ্রন্হ),কাকতাড়ুয়ার ভয়(ছড়া গ্রন্হ) ও ইলিক ঝিলিক রোদের হাসি(ছড়া গ্রন্হ)।২০২০- এর বইমেলায় আসছে গল্প গ্রন্হ "পোড়াবাড়ি"।সাদা মনের মানুষ হিসেবে সকলের প্রিয় দেশ- প্রবাসে।আড্ডাপ্রাণ সুফিয়ান আহমদ চৌধুরী ভালোবাসায় কাছে টেনে নেন অতি সহজেই।এ জন্য দেশ - প্রবাসে  ঘিরে জমে ওঠে আড্ডা।ছড়া নিয়েই কাটছে তাঁর জীবন চলার পথ।পাশাপাশি কবিতা- গল্প অন্যান্য বিষয় নিয়েও লেখেন সুযোগে।প্রবাসের কঠিন জীবনেও লেখালেখি নিয়ে আছেন নিরন্তর।দেশ- প্রবাসের পত্র - পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করছেন তিনি।