প্রবাস

বইমেলায় প্রকাশিত হয়েছে যুক্তরাজ্য প্রবাসী কবি ফাহমিদার ৩টি বই

এবারের অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে যুক্তরাজ্য প্রবাসী কবি ফাহমিদা ইয়াসমিনের ৩টি বই। বইগুলো হলো: অস্তিত্বের বিষণ্ণ দেয়াল (কবিতা), কথার সুতোয় সেলাই করি আগামীর স্বপ্ন (কবিতা) ও ফারহানের মুক্তিযুদ্ধ (শিশুতোষ গল্পগ্রন্থ)।
এছাড়াও ইতেমধ্যে বেশ ক’টি বই প্রকাশিত হয়েছে ফাহমিদা ইয়সামিনের। সেগুলো হলো: 'স্বপ্নচারী মন';(কাব্যগ্রন্থ) 'নীলিমার প্রেম'( কাব্যগ্রন্থ) 'শংকা সময়ের নিষিদ্ধ ধ্বনি' ( কাব্যগ্রন্থ)  ডায়েরির শেষ পাতা' (উপন্যাস); 'ফুল ফুটে পাখি উড়ে' ( শিশুতোষ ছড়ার বই) 'বিদ্রোহী বিক্ষোভ' ( কাব্যগ্রন্থ)।

অমর ২১ বইমেলা বইগুলো পাওয়া যাবে বাংলা একাডেমির  মহান একুশে গ্রন্থমেলা সাহিত্যদেশ প্রকাশনীর স্টলে (স্টল নং-২৩৪-২৩৫)। সিলেটে পাওয়া যাবে- জসিম বুক হাউজে। মৌলভীবাজারে পাওয়া যাবে- ইলিয়াছ শপিংসেন্টার-১৬১, কোর্ট রোড চৌমুহনা মৌলভীবাজার।

প্রেম ও প্রকৃতির কবি ফাহমিদা ইয়াসমিন মৌলভীবাজার জেলার বড়কাপন গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে  ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব মোঃ-ইলাছ মিয়া, মাতা– ফজিলাতুন্নেছা চৌধুরী। যুক্তরাজ্য প্রবাসী কবি ফাহমিদা ইযাসমিনের স্বামী প্রকৌশলী মো. ফয়জুল ইসলাম  ও আদরের দুই সন্তান ফারহাত ,ফারহান। কবি ফাহমিদা ইয়াসমিন সরকারী মৌলবীবাজার মহিলা  কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।  শত ব্যস্ততার মাঝে থেকেও সাহিত্যের সকল শাখায় গভীর মনোনিবেশ করে যাচ্ছেন সতত। দেশ বিদেশের দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা, অনলাইন মিডিয়া ও বিভিন্ন  সংকলনে অনবরত লিখে যাচ্ছেন কবিতা,গল্প, ছড়া।