প্রবাস

নিউজার্সিতে আ.লীগের জাতীয় শোক দিবস পালন

যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে পেটারসন সিটির ২৭৭ ওয়াইন এভিনিউতে এ সভা অনুষ্ঠিত হয়। নিউজার্সি স্টেট আওয়ামী লীগ আয়োজিত এ সভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান প্রবাসীরা। নিউজার্সি স্টেট আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের পাশাপাশি নিউজার্সি স্টেট যুবলীগ, ও ছাত্র লীগের বিপুল সংখ্যক নেতৃবন্দ উপস্থিত ছিলেন।করোনাভাইরাস প্রতিরোধে আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি)’র দেওয়া সামাজিক দূরত্ব বজায়সহ সকল স্বাস্থ্যবিধি মেনে সবাই ওই অনুষ্ঠানে অংশ নেন।

নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি ইছহাক মিয়ার সভাপতিত্বে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মোশারফ আলম। সভা পরিচালনা করেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ আব্দুল হামিদ, আলী মুর্তজা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মো: আনোয়ার সাদাত, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ উর রহমান, আসকার আহমেদ, সাদিকুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট এবি এম জাফরান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া, জনসংযোগ সম্পাদক অরুন চক্রবর্তী  , আওয়ামী লীগ নেতা বেলাল আহমেদ উপ প্রচার সম্পাদক মশিউর রহমান চৌধুরী তানিম, নিউজার্সি স্টেট ছাত্রলীগ নেতা শাহেখুল ইসলাম নাঈম।

আলোচনা সভায় নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল হক, ফয়জুর রহমান ফটিক, ইলিয়াছ আলী মাস্টার, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী, নৃপেন্দ্র পাল, হেলাল আহমেদ, তথ্য ও গবেষনা সম্পাদক শাহাব উদ্দীন, কৃষি বিষয়ক সম্পাদক শফিক উদ্দীন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মশাহিদ আলী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের কার্য নির্বাহী পরিষদের সদস্য আসাদুজ্জুমান খান, দেবব্রত চক্রবর্তী, আব্দুল মন্নাফ, প্রসূন কান্তি তালুকদার, সেলিম মিয়া, শামীম আকবর, হেলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাষক তাজ উদ্দিন আহমেদ সহ নিউজার্সি স্টেট আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্র লীগের বিপুল সংখ্যক নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ এবং ১৫ আগস্টের শোকাবহ দিনে জাতির পিতাসহ নিহত পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বাংলাদেশের সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এএল