প্রবাস

অস্বাস্থ্যকর খাবার খায় সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকরা

সিঙ্গাপুরে প্রতি দশ জনের মধ্যে ৯ জনের বেশি বাংলাদেশি শ্রমিক অপরিষ্কার ও অস্বাস্থ্যকর খাবার

খায়। সম্প্রতি ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের (এনইউএস) এক জরিপে এ তথ্য উঠে

এসেছে। অনেকের অভিযোগ তাদেরকে পর্যাপ্ত খাবারও দেয়া হয় না।
 
সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়,

এনইউএসের গবেষণা কেন্দ্র মোট ৫শ’ জন কর্মীর উপর একটি জরিপ করেছে।
 
সেন্টার ফর কালচার-সেন্টারড এপ্রোচ টু রিসার্চ এন্ড ইভাল্যুয়েশন (কেয়ার) এর পরিচালক প্রফেসর

মোহন জে. দত্ত বলেন, আমাদের গবেষণায় মনে করেছিলাম কর্মীদের জন্য বেতনই বড় সমস্যা।

কিন্তু তাদের সঙ্গে কথা বলার পর জানা যায়, খাবারই তাদের জন্য অন্যতম বড় সমস্যা। অনেক

শ্রমিকই বলেছে, নিম্নমানের খাবারের জন্য তাদের অসুস্থ হয়ে পড়তে হচ্ছে। অনেক সময় তাদেরকে

বাসি খাবারও খেতে দেয়া হয়।