প্রবাস

ওয়াশিংটনে বাগডিসি'র বিজয় দিবস উদযাপন

পৃথিবীর সব স্বাধীন দেশের স্বাধীনতা দিবস থাকলেও বিজয় দিবস থাকে না। বাংলাদেশ সেই বিরল সৌভাগ্যের অধিকারী দেশ, যেটি ২৪ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পর রণাঙ্গনে শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। যেসব কীর্তিমান মানুষের আত্মত্যাগে এই বিজয় সম্ভব হয়েছিল, সেসব বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে ও বিজয় উদযাপনে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করে বাংলাদেশীরা।

এই বিজয় উৎসব শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। দেশের গন্ডি পেরিয়ে প্রবাসী বাঙালীরাও নানা কর্মসূচির মধ্যে দিয়ে এই উৎসবে শামিল হয়।

ঠিক তেমনি বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি অব গ্রেটার ওয়াশিংটন ডিসি-বাগডিসি এক ভার্চুয়াল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।
গত ২৬শে ডিসেম্বর রাতে বাগডিসির ফেসবুক এবং ইউটিউবে এই অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানটিতে কোভিড-১৯ স্বাস্থবিধি মেনে অতি সাবধানতার সাথে কলাকুশলীরা ভার্চুয়ালি অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস থেকে এক শুভেচ্ছা বাণী পাঠানো হয়। যার ফলে অনুষ্ঠানের পূর্ণতা এনে দেয়। জন্য আমেরিকান বাংলাদেশ দূতাবাসকে আমরা জানাই আন্তরিক ধন্যবাদ ।  

বিজয় দিবসের অনুষ্ঠানে যেসব শিল্পীরা অংশগ্রহণ করে, তাদের মধ্যে ছিল- কালাচাদ সরকার, আবু রুমি, শৈলী ইসলাম, আশিস বড়ুয়া, আনিস আহমেদ, অলিভ ইসলাম, মায়া, ডঃ সীমা খান, ফাহমিদা আফসানা (দিনা), মোমিনুল ইসলাম সৈকত, রাজন আহমেদ রাজু, শিমুল ঘোষ, উৎপল বড়ুয়া,রুপন্তি ,কাইনাথ, মোহসিনা রিমি, তুষার, নাফি, পারভেজ, তারিক, জুয়েল, রিচার্ড, সায়ন্তি, দিশা, সামিরা, ইনারা ও শ্রাবন্তী।

বিজয়ের এই আয়োজনে শুভেচ্ছা বার্তা নিয়ে বিশেষ ব্যক্তিদের মধ্যে যারা ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন, তারা হলেন-- হারুন চৌধুরী, মোশারফ হোসেন, রোকেয়া হায়দার, আনিস আহমেদ, অলিভ ইসলাম, ডঃ ফরিদ আক্তার, ডঃ হালিদা হানুম আক্তার, ডঃ বদরুল খান, শেখ মওলা মিলন, প্রিয়লাল কর্মকার, সঞ্জয় বড়ুয়া, জনি জন গোমেজ।

অনুষ্ঠানে সাড়া দেওয়ায় বিশিষ্টব্যক্তিবর্গ, আমেরিকান বাংলাদেশ দূতাবাস, শিল্পী, কলাকুশলীসহ  সকলকে বাগডিসির পক্ষ থেকে  শুভেচ্ছা ও আন্তরিক কৃৃতজ্ঞতা জানান।   এলএবাংলাটাইমস/এলআরটি/এএল