প্রবাস

অনলাইন ট্র্যাকিং পদ্ধতি চালু করলো ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস

পাসপোর্ট, ভিসা, ‘নো ভিসা রিকোয়ার্ড’ সীল ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আবেদনপত্রের সর্বশেষ অবস্থা জানার সুবিধার্থে অনলাইন ট্র্যাকিং পদ্ধতি চালু করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস ।

মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে কনস্যুলার সেবা উন্নতকরণের প্রচেষ্টায় এ সেবা চালু করা হয়।

এই ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে আবেদনকারী তার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। আবেদনকারী http://bdembassyusatracking.org/-তে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।

এছাড়া, এই পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে ই-মেইলের মাধ্যমে আবেদনকারীকে তাদের আবেদনের উপর গৃহীত কার্যক্রমের প্রতিটি ধাপ সম্পর্কে অবহিত রাখা হবে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম স্থানীয় সময় শুক্রবার এই অনলাইন ট্র্যাকিং পদ্ধতি উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন এই পদ্ধতি চালুর ফলে কনস্যুলার সেবা আবেদনকারীদের দুশ্চিন্তা লাঘব হবে।   এলএবাংলাটাইমস/এলআরটি/এ