প্রবাস

অরেন্জ কাউন্টিতে দূর্গা পূজা সম্পন্ন

যথাযথ ধর্মীয় মর্যাদায় এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়ে গেল সনাতন বেঙ্গলী সোসাইটির শারদোৎসব। অরেন্জ কাউন্টির বুয়েনা পার্ক সিটির সুদৃশ্য হেরিটেজ হলে তিন দিন ব্যপি এই সার্বজনীন দূর্গা পূজার আয়োজন করা হয়।   ৮ অক্টোবর  পূজার উদ্বোধনী দিনে দূর্গা মায়ের সুদৃশ্য প্যান্ডেল স্হাপন মহালয়া এবং ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পূজার শুভ সূচনা হয়। ৯ অক্টোবর সনাতন বেঙ্গলী সোসাইটির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজার শেষ দিনে মন্চস্হ হয় পূর্ণাঙ্গ নাটক দম্পতি। শিশু কিশোরদের অনুষ্ঠান, ধুনুচি নাচ, সিঁদুর খেলা, এবং বিশেষ আরতির মাধ্যমে শেষ হয় দূর্গোৎসব।     সনাতন বেঙ্গলী সোসাইটির এবারের পূজার বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা উপমা সাহার পরিকল্পনা ও সন্চালনায় শুদ্ধ সংস্কৃতির চর্চা উপস্হিত সকলকে মুগ্ধ করে।বিশেষ করে মহালয়ার আলেখ্যানুষ্ঠান, স্হানীয় শিল্পীদের পরিবেশনায় নাচ,গান আর নাটক দর্শকরা প্রাণভরে উপভোগ করেন।   পুজার তিন দিনই ভক্ত, দর্শকদের সমাগমে মুখরিত ছিল পুজা প্রাঙ্গন।সনাতন বেঙ্গলী সোসাইটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি শ্রী অমৃত বিবেক সরকার সবাইকে শারদ শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান।   এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]