প্রবাস

বিসিএসিসিইউ, এলএলসি এর সাধারণ সভা ও নির্বাচন

হয়ে গেলো বিসিএসিসিইউ, এলএলসি(বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন কমিউনিটি কেয়ার ইউনিট) এর সাধারণ সভা ও নির্বাচন। মেরিল্যান্ড সিলভার শহরের স্থানীয় একটি  স্কুল অডিটোরিয়ামে সাধারণ সদস্য-সদস্যদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। গত ১৪ নভেম্বর রোববার সন্ধ্যায় প্রার্থনার মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়।  
জুড ভি গোমেজ এর সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন,, ভিবিন্ন কমিটির প্রতিবেদন ও বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। উপস্থিত সদস্য-সদস্যদের ভিবিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সংগঠনের ম্যানেজার ডেনিস ডমিনিক রোজারিও ও সভাপতি জুড ভি গোমেজ।
সভার দ্বিতীয় পর্বে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। পঙ্কজ রোজারিও, মিল্টন রোজারিও ও নিয়তি নির্মলা রেগো নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন। নতুন কার্যকরী পরিষদের সবাই বিনা প্রতিদ্বন্তিতায় নির্বাচিত হয়।নির্বাচন কমিশনার পংকজ রোজারিও নতুন কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন।
আগামী দুই বছরের জন্য নির্বাচিতরা হলেন অতুল পিউরিফিকেশন-প্রেসিডেন্ট, পল ফিলিপ রোজারিও-ভাইস প্রেসিডেন্ট, বিভাষ ফ্রান্সিস রোজারিও-সাধারণ সম্পাদক, ডেনিস ডমিনিক রোজারিও-ম্যানেজার, রবিন এ রোজারিও-ট্রেজারার নির্বাচিত হন। কমিটির অন্যান্য বোর্ড মেম্বার হলেন- প্রকাশ জে কোরাইয়া, অলকা ব্রিজেট ক্রুশ, জুড ভি গোমেজ,প্রভাষ রড্রিক্স, সম্পদ পেরেরা, রিংকু এল গমেজ, শীতল ডমিনিক গমেজ, পিন্টু জুলিয়ান পিউরিফিকেশন, খোকন মাইকেল রোজারিও ও  আলবার্ট জে গোমেজ।
কমিটির পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন- সুবোধ আর্থার রোজারিও, হিউবার্ট জেভিয়ার(সিপিএ) ও যোসেফ বাবলু গমেজ।
শেষে অলকা ব্রিজেট ক্রুশ এর  নব নির্বাচিত প্রেসিডেন্ট অতুল পিউরিফিকেশন এর ধন্যবাদ বক্তব্য ও আহারের মধ্যে দিয়ে সভার সমাপ্তি ঘটে।   এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]