প্রবাস

বিয়ানীবাজার সমিতির কার্যকরী কমিটির প্রথম সভায় পাঁচ উপদেষ্টা মনোনীত

বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউ এস এ ইনক এর কার্যকরী কমিটির প্রথম সভা গত ৯ই জানুয়ারী ২০২২  রবিবার রাত ৭টায় জ্যামাইকার ফাতেমা গ্রোসারী দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি  আব্দুল মান্নান এর সভাপতিত্বে সভা  সঞ্চলনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল নুর হারুন। শুরুতে পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন জামাল হোসেন ও দু'আ পরিচালনা করেন আব্দুল হান্নান (দুখু)।

প্রথম সভায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রতে বসবাসরত  বিয়ানীবাজার বাসী বিগত বিয়ানীবাজার সমিতির নিবার্চনে বর্তমান কমিটিকে বিপুল ভোটে নিবাচিত করায়  সকলের প্রতি চির কৃতজ্ঞ।আগামীতে সকলের আরো সমর্থন ও সহযোগীতা পেলে আমরা সমিতিকে আমেরিকায় একটি মডেল বাংলাদেশী সংগঠনে রূপান্তরিত করতে চাই। সেক্ষেত্রে সকলের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ও পরামর্শ চাই।

বক্তারা আরো বলেন,গঠনতন্ত্রের ধারা অনুসারে উপস্থিত কার্যকরী কমিটির সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতে ২০২২-২০২৩ সালের জন্য বিয়ানীবাজার সমিতির পাঁচ জন উপদেষ্টা মনোনীত করা হয়।
নিউইয়র্কে বসবাসরত অনেক জ্ঞানী গুণী ও অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিবর্গ থাকা সত্ত্বেও পরিষদের ক্ষুদ্র পরিসর থাকার কারণে সবাইকে উপদেষ্টা পরিষদে নেয়া সম্ভব হয়নি। সকলের প্রতি সম্মান রেখেই আমরা উপদেষ্টা পরিষদ মনোনীত করেছি।সমিতির গঠণতন্ত্রের সীমাবদ্ধতার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।


মনোনীত পাঁচ জন উপদেষ্টা হলেন,
১.হাজী বুরহান উদ্দিন কপিল(সাবেক সভাপতি )
২.আহমেদ এ হাকিম (সাবেক সাধারণ সম্পাদক )
৩.হাজী শফিকুর রহমান(সাবেক কোষাধ্যক্ষ)
৪.হাজী সিরাজুল ইসলাম
৫.হাজী সামসুল ইসলাম (বিশিষ্ট ব্যবসায়ী)।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি  ফয়জুর মিয়া , কোষাধ্যক্ষ  আব্দুল হান্নান (দুখু ), সাংগঠনিক সম্পাদক  আবু তৈয়ব মোঃ তালহা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, দপ্তর সম্পাদক  আব্দুল হামিদ, প্রচার সম্পাদক আব্দুল হাকিম, সমাজকল্যাণ সম্পাদক  আক্তারুজ্জামান শাহিন মালিক, কার্যকরী সদস্য  মোঃ খলকুর রহমান,জামাল হোসেন, মোহাম্মদ রাজ্জাক (মুন্না) , নুর উদ্দিন, ফখরুল ইসলাম, হোসেন আহমদ ও মোঃ আবু তাহের।   এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]