প্রবাস

মায়ামীতে বাংলাদেশ মিশনের যাত্রা শুরু

বাংলাদেশ কনসুলেট এব মায়ামি এর নতুন মিশন পরিদর্শন ও কনসুলেটের  ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য পররাষ্ট্রমন্তী এ কে আব্দুল মোমেন, বলেন মিশন গুলোর সেবার মান বাড়ানো হয়েছে। আমরা প্রধান মন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের  মিশনগুলোর ২৭ টি বাড়ি কেনা হয়েছে। শেখ হাসিনা সরকার গঠনের পর আমাদের মিশন ৫৮ থেকে বেড়ে ৮২ টি। প্রবাসীদের সেবা দেবার জন্য মিশনগুলো কাজ করছে।

মায়ামী কনসুলেট এর ইফতার পুব  আলোচনাতে তিনি আরো বলেন, বাংলাদেশ ও আমেরিকার ডিপ্লোমেটিক  সম্পর্কের ৫০ বছর পুতি উপলক্ষে আমার এবার ভিজিট ফলপ্রসূ হয়েছে। আমি সে সহ আমেরিকান সরকারের অনেকের সাথে বৈঠক করেছি।  স্ট্যাট সেক্রেটারি এন্থনি ব্ল্যাংকিং এর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বাংলাদেশের উন্নয়ন এর ভুয়ষী প্রশংসা করেছেন। পাশাপাশি আমেরিকা বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করবেন বলে আশ্বাস দিয়েছেন।

তিনি আরো জানান, বিভিন্ন সিনেটর,কনগ্রেসম্যান এর সাথে সিরিজ বৈঠক হয়েছে, সকলেই  বাংলাদেশের উন্নতিতে প্রশংসা করেছেন,পাশাপাশি আগামীতে দু দেশের সম্পর্ক উন্নয়ন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রেসিডনৃট  জো বাইডেন বাংলাদেশ সম্পর্কে চমৎকার একটি বিবৃতি দিয়েছেন।

তিনি বলেন " বাংলাদেশের গ্রোথ এন্ড প্রসপেক্ট এজ এ আইডল অব রেষ্ট অব দ্যা ওয়ার্ড "।

বাংলাদেশ আর বটমলেস বাস্কেট নয়, বাংলাদেশ উন্ময়নের রোল মডেল বলে আমেরিকার মুল ধারার উচ্চ ধারনা, যা বাংলাদেশের জন্য অনুপ্রেরণার।

ডক্টর এ কে মোমেন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিগত ইচৃছায় মায়ামিতে কনসুলেট হয়েছে। যদিও সেটার পেছনে এম ফজলুর রহমান সহ মায়ামীর অনেকের উদ্যেগ ছিল। ষ্টেট আওয়ামী লীগের সাথে মায়াবী বাসীর সম্পৃক্ততা ছিল কনসুলেট প্রতিষ্টায়৷ আপনার কনসুলেটের সেবা নিন।

তিনি আরো বলেন গত ১২ বছরের শেখ হাসিনার সরকারের অভাবনীয় উন্নয়ন ধরে রাখতে হবে। অনেক অপরচুনিটি আমাদের সামনে। আপনারা প্রবাসীরাও ভুমিকা রাখছেন নানা ভাবে।

পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন থেকে মায়ামি কনসুলেট পরিদর্শন আসেন। পররাষ্ট্রমন্ত্রীর সাথে ওয়াশিংটনের বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব শহিদুল আলম উপস্থিত ছিলেন। দুপুরে ষ্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় নানা সংগঠনের প্রতিনিধিরা মায়ামি বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী কে স্বাগত জানান। মায়ামি কনসুলেট এর কনসাল জেনারেল জনাব ইকবাল আহমদ পররাষ্ট্র মন্ত্রীর আগমন উপলক্ষে কনসুলেট এ মত বিনিময় সভার আয়োজন করেন। জাতীয় সংগীত এর মাধ্যমে মত বিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পুরো মায়ামি বাসীকে ধন্যবাদ জানান। তিনি কনসুলেট এর সেবা সবার মাঝে সহজ করার আহবান জানান।

কনসুলেট এর ইফতারে মায়াবী বাসীর প্রতিনিধি হিসাবে নানা সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ, স্টেট যুবলীগ, ঢাকা ক্লাব, বাংলাদেশ ক্লাব, ফ্লোরিডা বাংলা টিভি ছাড়াও অনেক কমিটি একটিষ্টরা ছিলেন।  অনুষ্ঠানে শেষ পর্বে পররাষ্ট্রমন্ত্রী ইফতার করেন ও কেক কেটানে। মায়াবী কনসাল জেনারেল জনাব ইকবাল আহমদ সকলকে ধন্যবাদ জানান।   এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]