প্রবাস

পেনসিলভেনিয়ায় মুক্তিযাদ্ধা রওশান আরা চৌধুরীর দাফন সম্পন্ন

মুক্তিযাদ্ধা রওশান আরার চৌধুরীর (অধ্যাপক মোনায়েম চৌধুরীর সহধর্মীনি) জানাজা এবং দাফন গত শনিবার পেনসিলভেনিয়ায় ভ্যালি ফোরজ মেমোরিয়াল গার্ডেন কবরস্থানে সম্পন্ন হয়। দুপুর ১২ঃ০০ টায় জানাজার নামাজের পর মুক্তিযাদ্ধা সংসদের বীর মুক্তিযাদ্ধা আবু তাহের মরহুমাকে আমাদের জাতীয় পতাকা দিয়ে শেষকৃত্যের কস্কেট মুড়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন জাতির পক্ষে বাংলাদেশের মহান 'মুক্তিযোদ্ধার প্রতীক' রওশন আরার প্রতি, যিনি মাতৃভূমি থেকে অনেক দূরে আমাদের মাতৃভূমির জন্য লড়াই করেছিলেন এখানে ফিলাডেলফিয়ায়।  এছাডাও বাংলাদেশ দূর্তাবাস (ওয়াশিংটন) থেকে মোহাম্মদ হাবিবুর রহমান (মিনিস্টার কনস্যুলার) মুক্তিযাদ্ধা রওশন আরা চৌধুরীর জানাজার সম্মান দেখাতে উপস্হিত ছিলেন মহামান্য রাস্ট্রদূতের বানী নিয়ে।

রওশন আরা চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে অনেক সমিতি ও গোষ্ঠী এবং অনুসারীরা উপস্থিত ছিলেন। সম্মানিত ব্যক্তিবৃন্দদের মধ্য  উপস্থিতি ছিলেন ইন্জিঃ আবু ফজলুল্লাহ, আবু আমিন রহমান, প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ, আবু আমিন, অধ্যাপক ফারুক সিদ্দিকী, ডঃ ইবরুল চৌধুরী, কামাল রহমান, ইঞ্জিঃ রিজা কাবিলি, প্রফেসর ডঃ বখতিয়ার ফারুক, প্রফেসর ডঃ ইকবাল মনসুর, মনি আপা, শেলী রহমান, সাংবাদিক মফিজুল ইসলাম, খায়ের মোহাম্মদ মিঞা, তোজ্জাম্মেল হক, আলীম উদ্দিন এবং বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়ার প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল ইসলাম।

জানাজায় আমেরিকা বসবাসকারী মুক্তিযাদ্ধারা সহ আমেরিকায় যারা ৬০-৭০ দশক থেকে বসবাস করেছেন উনারা সহ নতুন প্রজন্মের অনেকেই উপস্হিত ছিলেন। বিশেষ করে উনার পরিবারের ছেলে, নাতীসহ সবাই উপস্হিত ছিলেন।   এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]