প্রবাস

নিউজার্সির ব্রুকলনে ‘মেজবান’ অনুষ্ঠিত

গত বুধবার নিউজার্সির ব্রুকলনে বাংলাদেশ কমিউনিটি অব নিউজার্সির উদ্যোগে “মেজবান” অনুষ্ঠানটি হয়ে গেলো অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে। প্রায় দু’হাজারের অধিক লোকের সমাগমে মেজবানটি ছিলো সত্যিই দেখার মতো। মেজবানটিশুধুমাএ নিউজার্সির নয় আশেপাশ্বের বিভিন্ন রাজ্য এবং শহর থেকে অনেকেই অংশগ্রহন করেন।


অংশগ্রহনকারীদের মধ্য ছিলেন পেনসিলভেনিযার ফিলাডেলফিয়া এবং আপার ডার্বীর, ডেলওয়্যার, নিউজার্সির টেরেন্টটনএবং প্যার্টারসন, নিউ ইর্য়ক, কানেকটিকেট এবং ওয়াসিংটন ডিসির অনেকেই এবং  প্রায় সবাই পরিবার নিয়েই মেজবানেআসেন।


মেজবানটি শুরু হয় সন্ধ্যা ০৭ ঘটিকায় এবং শেষ হয় রাএ ০১ টারও পরে। মেজবানে মুল আকর্ষন ছিলো রাএের খাবার।খাবারের মধ্য ছিলো দু’রকম সাধা ভাত, গরু এবং মুরগীর মাংস, ডাল, সবজী এবং সালাদ। ইহাছাডা চোখে পড়ার মতো ছিলঅত্যন্ত সুন্দর করে সাঁজানো চায়ের স্টোল এবং পান বিতরন।

রাএের খাবারের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যা আগত অতিথিরা উপভোগ করেন পরিবারের সদস্যদের নিয়ে।


আগত অতিথিরা আয়োজক কমিটিকে ধন্যবাদ প্রদান করেন এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য।

সর্বশেষ আয়োজক কমিটির পক্ষ থেকে অংশগ্রহনকারী সকল অতিথিদের ধন্যবাদ প্রদান এবং ভবিষ্যতেও এই ধরনেরআয়োজন করার ঘোষনা প্রদান করেন।   এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]