প্রবাস

ফ্রান্সে বাংলাদেশি যুবক খুন

ফ্রান্সের সেন্ডেনিস এলাকায়
বাংলাদেশি বন্ধুর হাতে খুন হয়েছেন সুজন
নামে অপর এক বাংলাদেশি যুবক। গত ৩
অক্টোবর ঘাতক আমির খান ওরফে বাদশা ও
সুজন রাতের বেলা তাদের বন্ধু চঞ্চল শেখের
বাসায় দাওয়াত খেতে যান। ওখানে
কথাকাটাকাটির একপর্যায়ে আমির খান
ওরফে বাদশা পেছন দিকে সুজনের ঘাড়ে
ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা
যান সুজন। এ ঘটনায় সেখানে উপস্থিত অন্য
বন্ধুরা ঘাতক আমির খান ওরফে বাদশাকে
পুলিশের হাতে তুলে দেন।
জানা যায়, সুজন প্রায় তিন বছর ধরে
ফ্রান্সে বসবাস করে আসছিলেন। ফ্রান্সে
রাজনৈতিক আশ্রয় চাইলে ফ্রান্সের
আদালত সুজনের রাজনৈতিক আশ্রয়ের
আবেদন প্রত্যাখ্যান করেন। তিনি দীর্ঘদিন
ধরে কর্মহীন থাকার ফলে জীবিকার জন্য
বিভিন্ন সময়ে রাস্তার পাশে ফলের
দোকানে কাজ করেছেন বলে জানা গেছে।
কিছুদিন আগে সুজনের সঙ্গে ঘাতক আমির
খান বাদশার পরিচয় হয়। নাম প্রকাশ না
করার শর্তে সুজনের এক বন্ধু জানান, ঘাতক
বাদশা একজন ইয়াবাসেবী। পাশাপাশি
তিনি ফ্রান্সে ইয়াবা ব্যবসায় জড়িত
ছিলেন। যার ফলে বাদশার সঙ্গে দেশি-
বিদেশি অনেকে ইয়াবা ব্যবসার সঙ্গে
জড়িত। ইয়াবাসেবীদের সঙ্গেও তার
সুসম্পর্ক হয়। সুজন বাদশাকে এই পথ থেকে
ফিরে আসতে বলার একপর্যায়ে বাদশা
উত্তেজিত হয়ে পড়েন এবং সুজনকে ঠাণ্ডা
মাথায় খুন করেন।
নিহত সুজনের দেশের বাড়ি ঢাকার বাড্ডা
এলাকায় এবং ঘাতক আমির খান
মাদারীপুরের শিবচরের বাসিন্দা। লাশ দু-
একদিনের মধ্যে দেশে পাঠানো হবে। দেশে
তার এক কন্যাসন্তান ও স্ত্রী রয়েছে বলে
জানা গেছে।