প্যারিসে শুক্রবার রাতে সংঘটিত
নজিরবিহীন সন্ত্রাসী হামলায় হতাহতদের
মধ্যে কোনো বাংলাদেশি থাকার খবর
এখনো পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে
পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার
অনু বিভাগের মহাপরিচালক মো.
বদিরুজ্জামান বলেন, এই হামলায় আমরা এখন
পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর
পাইনি। প্যারিসে বাংলাদেশের মিশনের
কর্মকর্তা খোঁজ খবর নিচ্ছেন। তাদের
পাঠানো প্রতিবেদনের অপেক্ষা করছি
আমরা।
উল্লেখ্য, শুক্রবার রাতে প্যারিসের
ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ
সন্ত্রাসী হামলায় মারা গেছেন কমপক্ষে
১৫৩ জন। আহত হয়েছেন আরো দুই শতাধিক।
ছয়টি স্থানে একযোগে হামলা চালায়
আত্মঘাতী হামলাকারীরা।
নজিরবিহীন সন্ত্রাসী হামলায় হতাহতদের
মধ্যে কোনো বাংলাদেশি থাকার খবর
এখনো পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে
পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার
অনু বিভাগের মহাপরিচালক মো.
বদিরুজ্জামান বলেন, এই হামলায় আমরা এখন
পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর
পাইনি। প্যারিসে বাংলাদেশের মিশনের
কর্মকর্তা খোঁজ খবর নিচ্ছেন। তাদের
পাঠানো প্রতিবেদনের অপেক্ষা করছি
আমরা।
উল্লেখ্য, শুক্রবার রাতে প্যারিসের
ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ
সন্ত্রাসী হামলায় মারা গেছেন কমপক্ষে
১৫৩ জন। আহত হয়েছেন আরো দুই শতাধিক।
ছয়টি স্থানে একযোগে হামলা চালায়
আত্মঘাতী হামলাকারীরা।