প্রবাস

মালয়শিয়ার কুয়ালালামপুরে বিজয় দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় দেশের মতো বিজয়
দিবস পালন করেছেন
কুয়ালালামপুরপ্রবাসী
বাংলাদেশিরা। কুয়ালালামপুরে
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে
দিবসটি পালিত হয়। স্থানীয় সময় সকাল
১১টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। জাতীয়
পতাকা উত্তোলন ও এক মিনিট নীরবতা
পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা
উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত
বাংলাদেশের হাইকমিশনার শহীদুল
ইসলাম। পরে একে একে রাষ্ট্রপতি,
প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র
প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।
লাল-সবুজ পতাকা, ব্যানার, ফেস্টুন,
প্লাকার্ড নিয়ে বিজয় দিবস পালনের
জন্য দূতাবাস প্রাঙ্গণে ভিড় জমান দূর
দূরান্ত থেকে ছুটে আসা কয়েক শ
প্রবাসী বাংলাদেশি। এ সময় পুরো
হাইকমিশন চত্বর প্রবাসী
বাংলাদেশিদের মিলনমেলায়
পরিণত হয়।
সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে মহান
স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগী শহীদদের
স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল
দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসীরা।
বাংলাদেশি বিভিন্ন সংগঠনও ফুল
দিয়ে শ্রদ্ধা জানায়। সংগঠনগুলো
হলো বাংলাদেশ আওয়ামী লীগ ও
সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক
লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, কৃষক
লীগের মালয়েশিয়া শাখা।
সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে
শ্রদ্ধা জানান। এ ছাড়া জালালাবাদ
অ্যাসোসিয়েশন ও শিক্ষার্থীদের
নিয়ে গড়া বিএসইউএম-এর পক্ষ থেকেও
ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।