প্রবাস

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ৬৫

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি পার্কের বাইরে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬৫ জন নিহত ও ২৫০ আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, কারা কীভাবে বোমা হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।

উদ্ধার কর্মকর্তা জাম সাজ্জাদ হুসাইন বলেছেন, গুলশান ইকবাল পার্কের বাইরে রবিবার সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটেছে। এতে হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে তিনি জানিয়েছেন।


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কেন্দ্রীয় শহর হচ্ছে লাহোর। পাঞ্জাব প্রদেশ সাধারণভাবে দেশটির অন্যান্য অংশের তুলনায় শান্ত থাকে।


শহরের পুলিশ সুপার মুহাম্মাদ ইকবাল সুবহান বলেন, এটি ছিলো আত্মঘাতী বোমা হামলা। শিশু পার্কের যে স্থানে অনেক সংখ্যক পরিবার জমা হয়েছিলো। এদের অধিকাংশই ছিলো নারী এবং শিশু। বিস্ফোরণে নিহতের সংখ্যা ৬৫।

কান্নায় ভেঙে পড়েছে নিহত এক পরিবারের সদস্যরা

তিনি আরো জানান, এই ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫০ জনের মত আহত হয়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে যেনো রক্তের বন্যা বয়ে গেছে। যেখানে সেখানে লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।


পার্কের নিকটবর্তী সকল হাসপাতাল আহতদের দ্বারা পরিপূর্ণ করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।


পত্যক্ষদর্শী এক স্থানীয় ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্কটিতে প্রবেশের জন্য অনেকগুলো গেট আছে। কিন্তু এখানে পর্যাপ্ত নিরাপত্তা নেই।


এই হামলায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠি দায় স্বীকার করেনি।