প্রবাস

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পিপল এন টেক এর ঈদ পূনর্মিলনীঃ-

পিপল-এন-টেক ভার্জিনিয়া ক্যাম্পাসে গত শনিবার ২৩ জুলাই ২০১৬ তারিখ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল ঈদ পরবর্তী বাঙ্গালী কমিউনিটির এক মিলনমেলা। বৃহত্তর ওয়াশিংটনের বাঙ্গালী কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতি, সেই সাথে পিপল-এক-টেকের বর্তমান ও পূর্বের প্রশিক্ষণার্থীদের সরব উপস্থিতি মিলন মেলায় নিঃসন্দেহে এক ভিন্নমাত্রার প্রাণ সঞ্চার করেছিল । শুরুতে পিপল-এন-টেকের সম্মানিত প্রেসিডেন্ট, প্রবাসের আলোকিত নারী ফারহানা হানিপ সমবেত অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বাঙ্গালী কমিউনিটি তথা প্রবাসের প্রতিটি বাঙ্গালী পরিবারের সদস্য যেন পিপল-এন-টেকের সদস্য।


পিপল-এন-টেক হাজারো বাঙ্গালী পরিবারের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার এবং অভিভাবকতুল্য। অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথিদের অনেক আনন্দ দেয়। বাঁশীর সুরের মূর্ছনায় অতিথিদের মুগ্ধ করেন বংশীবাদক আব্দুল মজিদ। গান পরিবেশন করেন কলিন্স গমেজ, কালাচাঁদ সরকার। তবলা ও একতারা বাজিয়ে শিল্পীদের সহযোগিতা করেন পিপল-এন-টেকের এডমিন মৃদুল রহমান।  অতিথিদের মধ্যে আনন্দ অনুভূতি ব্যক্ত করেন জনাব মিজানুর রহমান ভূঁইয়া, কমিশনার আনিস আহমেদ, প্রিয়বাংলার প্রিয়লাল কর্মকার, আলোকিত নারী রেহানা পারভিনসহ অনেকে। রাতের খাবার শেষে পিপল-এন-টেক ভার্জিনিয়া ক্যাম্পাসের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব প্রকৌশলী আবুবকর হানিপ সম্প্রতি স্বাধীনতা সংসদ কর্তৃক প্রদেয় 'বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্বাধীনতা পদক' প্রাপ্তিতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

 সেই সাথে ভার্জিনিয়ায় চতুরঙ্গ মঞ্চে আরটিভি ঘোষিত প্রবাসে 'আলোকিত নারী' সম্মাননা প্রাপ্তিতে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ফারহানা হানিপকেও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উপস্থিত অতিথিদের পিপল-এন-টেক লোগো সম্বলিত সুসদৃশ কফিমগ প্রীতি উপহার হিসেবে তুলে দেন জনাব আবুবকর হানিপ। সবশেষে পিপল-এন-টেকের কর্মপরিধি, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও আইটি ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা ও আত্মউন্নয়ন সুযোগ সৃষ্টির বাস্তবতা তুলে ধরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন পিপল-এন-টেকের প্রতিষ্ঠাতা, আইটি জগতের জীবন্ত কিংবদন্তী, হাজারো বাঙ্গালীর স্বপ্ন পূরণের দেবদূত প্রকৌশলী আবুবকর হানিপ।