প্রবাস

ছয় বছর পর বাংলাদেশের শ্রমিক নিয়োগে সৌদি নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগে সৌদি আরবের যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করে নিয়েছে দেশটি। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার সৌদি আরবের শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছয় বছর ধরে চলে আসা এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

গত ছয় বছর ধরে গৃহকর্মী ছাড়া অন্য খাতে শ্রমিক নিয়োগে এ নিষেধাজ্ঞা বহাল রেখেছিল সৌদি আরব।

এ খবরে সন্তোষ প্রকাশ করে রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ আরব নিউজকে বলেন, তার দেশ থেকে যারা সৌদি আরকে কাজ করতে যেতে আগ্রহী তাদের জন্য এটা খুবই ভালা খবর।

সৌদি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে গেল জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশা সালমানের মধ্যে যে বৈঠক হয় সে বিষয়টিও স্মরণ করিয়ে দেন গোলাম মসীহ।

তিনি আরো বলেন, এ সিদ্ধান্তের ফলে দক্ষ-অদক্ষ সব শ্রমিকের সৌদি যাওয়ার পথ খুলে দিল। চিকিৎসক, নার্স, শিক্ষক, খামারি এবং নির্মাণ শ্রমিকরাও এখন সৌদি আরবে কাজ করতে পারবেন।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাদশা সালমানকে ধন্যবাদও জানান তিনি।


 এলএবাংলাটাইমস/এএল/এলআরটি