প্রবাস

শাহানা কাজীর ‘কানাডা ১৫০’ উদযাপন

গত পহেলা জুলাই ছিলো কানাডার জন্মবার্ষিকী যা ‘কানাডা ডে’ হিসাবে পরিচিত। এবছর ‘কানাডা ডে’ টা ছিল খুব বিশেষ কারণ এটি ছিল কানাডার ১৫০তম জন্মবার্ষিকী। আর সেই খুশিতে উৎসব-আনন্দে মেতে ওঠে পুরো দেশ। দেশের প্রতিটি কোণে কোণে চলছিল চোখ ঝলসানো ‘কানাডা ডে’ প্যারেড, নাচ, গান ও মনোমুগ্ধকর আতশবাজি।

‘কানাডা ১৫০’ এর এই মহা আনন্দে সামিল হলেন বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান কণ্ঠশিল্পী শাহানা কাজী। এই বছর তিনি ‘কানাডা ডে’ উদযাপন করেন কানাডার ওয়ান্ডারল্যান্ড এবং নায়াগ্রা ফলসে (নায়াগ্রা জলপ্রপাত)। কানাডিয়ান হিসাবে শাহানা কাজী নিজেকে খুব গর্বিত মনে করেন। আর এই কারণেই দিনটি উদযাপন করেন কানাডার জাতীয় পতাকার প্রতীক লাল এবং সাদা রঙের পোষাকে। ১৮৬৭ সালের ১ জুলাই সকল ব্রিটিশ উপনিবেশ এবং অঞ্চল গুলোর কনফেডারেশনভুক্তির মাধ্যমে জন্ম হয় বর্তমান কানাডার। কানাডা ডে উপলক্ষে শাহানা কাজী তার শুভেচ্ছা বার্তা জানিয়ে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন।

বর্তমানে বেশ কিছু নতুন বাংলা গান শ্রোতাদের জন্য প্রস্তুত করছেন তিনি। এছাড়াও দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে কাজ করছেন শাহানা কাজী।

Link to the photo: https: //www.facebook.com/ShahanaQuazi/photos/a.240089732849188.1073741828.239834629541365/670537529804404/

Link to the video: https://www.facebook.com/ShahanaQuazi/videos/669041589953998/


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি