প্রবাস

সোশ্যাল মিডিয়ার তথ্য সংগ্রহ করবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ

সামাজিক মাধ্যমে দেওয়া স্থায়ী ও অস্থায়ী সকল অভিবাসীদের তথ্য সংগ্রহ করবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এক্ষেত্রে এমনকি স্থায়ীভাবে বসবাসরত আমেরিকান সিটিজেনও বাদ যাবে না। 

গত সপ্তাহে ইমিগ্রেশন বিভাগের ফেডারেল রেজিস্টার সামাজিক মাধ্যমে দেওয়া সকল আমেরিকান সিটিজেনের তথ্য সংগ্রহ বিষয়ক একটি নতুন নিয়ম প্রকাশ করেন। সোমবার BuzzFeed News এ প্রকাশিত এই খবরে বলা হয় অক্টোবর মাসের ১৮ তারিখ থেকে নতুন করা এই নিয়মটি কার্যকর করা হবে। তবে এর আগে এই বিষয়ে সিটিজেনদের মতামত নিবেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। 

উল্লেখ্য, গত মে মাসে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে একটি নতুন নীতিমালা অনুমোদন করেন। যেখানে ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়ার বিগত ৫ বৎসরের তথ্য দেখা হবে। সেইসাথে আবেদনকারীর ১৫ বৎসরের বায়োগ্রাফিকাল তথ্যও যাচাই করা হবে বলে জানানো হয়।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি