প্রবাস

নিউ ইয়র্কে মিসবাহ উদ্দিন সিরাজকে সংবর্ধনা

সিলেটের বর্ষিয়ান রাজনীতিবীদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট কোর্টের  পিপি জননেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটিদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির উডসাইডের গুলসান ট্যারেসে সিলেট বিভাগবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ ও পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন।

দঅনুষ্ঠানে মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, বিশ্বে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে বারবার জনতার রায় নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।

তিনি বাংলাদেশের চলমান উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী করতে এখন থেকেই প্রবাসীদের কাজ শুরু করতে হবে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানের শুরুতে সাইফুল আলম সিদ্দিকী কোরআন তেলাওয়াত ও স্বীকৃতি বড়ুয়ার ত্রিপিটক পাঠ করেন।

এরপর প্রধান অতিথিকে ফুল দিয়ে অভিনন্দন জানান মো. তুলন, খায়রুল ইসলাম খোকন, আব্দুর রশিদ রানা, যুক্তরাষ্ট্র যুবলীগ, ল’ সোসাইটি, প্রবাসী ময়মনসিংহবাসী, শ্রমিক লীগ, স্বেচছাসেবক লীগ, মহানগর আওয়ামী লীগ, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠনের নেতারা।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মকলূ মিয়া, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সামছুল ইসলাম ও অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল রকিব মন্টু।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হুসেন খাঁন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বশারত আলী, যুগ্ম সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সেক্রেটারি ইমদাদ চৌধুরী।

এছাড়া আরও বক্তব্য দেন কাজী কয়েছ, হাজী এনাম, শাহিন আজমল, শেখ আতিকুল ইসলাম, খসরুজ্জামান খছরু, মিছবাহ আহমদ, মুজাহিদুল ইসলাম, অধ্যাপক রানা ফেরদৌস, দেওয়ান শাহেদ, দুরুদ মিয়া, জুয়েল আহমদ, জামাল হুসেন, শিরিন আখতার দিবা ও জুনেদ এ খান।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি