প্রবাস

ক্যালট্রান্সে চাকরি বিষয়ক বাফলার উন্মুক্ত সেমিনার ২৯ অক্টোবর

সম্প্রতি ক্যালট্রান্স বিভিন্ন পদবিতে প্রায় ১০০০ এর বেশি লোক নিয়োগের ঘোষণা দিয়েছে। এই  উপলক্ষে কমিউনিটির চাকরিপ্রত্যাশী ও আগ্রহী সদস্যদের জন্য প্রথমবারের মতো বাফলা আয়োজন করেছে একটি নির্দেশনামূলক উন্মুক্ত সেমিনার। সেমিনারটি আগামী ২৯অক্টোবর  বিকাল ৪:৩০-৬:৩০ সময়  বাফলার অফিসে অনুষ্ঠিত হবে। আয়োজন সহযোগিতা করেছেন ক্যালট্রান্সে কর্মরত বাংলাদেশী ইন্জিনিয়াররা।

ক্যালট্রান্স চাকরীপ্রত্যাশীদের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান । প্রতিষ্ঠানটি মেন্টিনেন্স কর্মী, অফিস টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, ব্যবসা বিশ্লেষক ও ইন্জিনিয়ার পদবিতে লোক নিচ্ছে । আর  ক্যালিফোর্নিয়ার  এসব সরকারী চাকরীতে পেনশন সুবিধা থাকায় কমিউনিটি সদস্যদের মধ্যে  বেশ আগ্রহ  রয়েছে।

তাই  উক্ত সেমিনারে চাকরি অনুসন্ধান প্রক্রিয়া, জীবনবৃত্তান্ত লিখন ও ইন্টারভিউ বিষয়ক টিপস দেয়া হবে। এতে আমন্ত্রিত আলোচক হিসেবে থাকবেন ডিস্ট্রিক ৭ এর ক্যালট্রান্স ট্রাফিক পরিচালনা বিভাগীয় প্রধান  ইন্জিনিয়ার শফিকুল ইসলাম।

সেমিনারে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বাফলার প্রেসিডেন্ট নজরুল আলম ও সেক্রেটারি শহিদ আলম ।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি