প্রবাস

২য় বারের মতো হেলডনের কাউন্সিলর হলেন বাংলাদেশি তাহসিনা

ক্তরাষ্ট্রের নিউ জার্সির হেলডন সিটি থেকে পুনরায় স্থানীয় সরকারের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের তাহসিনা আহমেদ। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মধ্যবর্তী নির্বাচনে আবারও কাউন্সিলর নির্বাচিত হন তিনি।
 
তাহসিনা আহমেদ হেলডন শহরের প্রথম বাংলাদেশি নারী কাউন্সিলর।

তাহসিনার পৈত্রিক বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে। তার বাবার নাম আমিন আহমেদ ও মা দিলশান আহমেদ। তাহসিনা প্রথম দফায় গত ২০১৪ সালে কাউন্সিলর নির্বাচিত হন। এবার দ্বিতীয় দফায় কাউন্সিলর নির্বাচিত হয়ে পুণরায় দায়িত্বগ্রহণ করেছেন। 

দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তাহসিনা আহমেদ এক প্রতিক্রিয়ায় বলেন, মানুষের সেবা করার মানসিকতা থেকেই তিনি যুক্তরাষ্ট্রের হেলডনে কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়েছিলেন। দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেছে বলে মনে করেন তাহসিনা। 

যুক্তরাষ্ট্রের মুলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়ে কাজের পরিধি আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তাহসিনা।