প্রবাস

বিশিষ্ট ব্যাবসায়ী জসিমুল ইসলাম বাপ্পির লস এঞ্জেলেস সফর

বাংলাদেশের বিশিষ্ট ব্যাবসায়ী, ঢাকাস্থ  কে ওয়ার্ল্ড এর কর্নধার কাজি জসিমুল ইসলাম বাপ্পি লস এঞ্জেলেসে এ সংক্ষিপ্ত সফর করে গেছেন। এসময় তিনি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের  সাথে সৌজন্য সাক্ষাত করেন।
তিনি স্যান্ডিয়াগোতে অবস্থিত কুয়ালকম টেকনোলজির কার্যালয় সফর করেন এবং সেখানকার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দ্বীপাক্ষিক মতবিনীময় করেন। টেলিফোন টেকনোলজির বিভিন্ন পন্য উৎপাদন ও বাজারজাতকারি এই প্রতিষ্ঠানটির সাথে তার কম্পানির যৌথ উদ্যোগে বাংলাদেশে ব্যাবসা সম্প্রসারনের আলোচনা চলছে।   এর মধ্যে তিনি গত ১৮-২০ নভেম্বর ক্যালিফোর্নিয়া সফর করেন।

কাজি জসিমুল ইসলাম বাপ্পি সাউদার্ন ক্যালিফোর্নিয়া সফরের ফাঁকে লস এঞ্জেলেসও সফর করেন এবং লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশি কম্যুনিটি নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যাক্তি বর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময়ে বিশিষ্ট সংগঠক ও আনন্দমেলার চীফ কো- অর্ডিনেটর মোহাম্মদ আলী, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা শফিউল বাবু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ফ্রেন্ডস ক্লাবের চেয়ারম্যান এম কে জামান, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ফেরদৌস খান, প্রবীন ও জনপ্রিয় কম্যুনিটি লীডার মোমিনুল হক বাচ্চু ও বিশিষ্ট ব্যাবসায়ী শেখ ইয়াহিয়া তাকে সংগ দেন।

উল্লেখ্য কাজি জসিমুল ইসলাম বাপ্পি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের ত্রীমাতৃক (থ্রী ডি) রূপান্তর করেন।  তিনি আগামী বছর ২৮ ও ২৯ জুলাই লস এঞ্জেলেসে অনুষ্ঠিতব্য আনন্দ মেলার চেয়ারম্যান থাকবেন বলে আনন্দমেলার উদ্যোক্তা মোহাম্মাদ আলী খান জানিয়েছেন।
   
এলএবাংলাটাইমস/এল/এলআরটি