প্রবাস

জেদ্দায় বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত বুধবার সকাল ৯ টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
নুরুল ইসলামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের আলিপুর গ্রামে। নুরুল ইসলাম সৌদি আরবের জেদ্দায় 'ডক্টর ইরফান হাসপাতালে ড্রাইভার হিসেবে কাজ করতেন।
জেদ্দায় বাংলাদেশি জাফর আহমেদ জানান, জেদ্দা বাওয়াদি বদরউদ্দিন হাসপাতালের সামনে বুধবার ভারী বৃষ্টির দিনে সকাল ৯ টায় তার গাড়ি বন্ধ হয়ে যায়, গাড়িতে থেকে নামার সাথে সাথে সেখানে পড়ে থাকা বিদ্যুৎ এর তার স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো জানান, প্রায় ১২ বছর ধরে সৌদি আরবে কাজ করছিলেন নুরুল ইসলাম । গত তিন বছর আগে তিনি বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে পুনরায় সৌদি আরব আসেন। তার একটি কন্যা সন্তান রয়েছে।
বর্তমানে তার লাশ ডক্টরস ইরফান হাসপালের হিমাঘরে রাখা হয়েছে।নরুল ইসলামের মরদেহ দেশের নেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতা চেয়েছেন।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি