প্রবাস

ইউরোপীয়ান কালচারাল ফোরাম এর মত বিনিময় সভা

ইউরোপীয়ান কালচারাল ফোরাম-২০১৭ বিষয়ক এক মত বিনিময়সভার আয়োজন করে মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালি।সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরত কামনায় কোরআন থেকে তেলাওয়াত  ও বিশেষ দোয়া কামনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে  ইউরোপে বেড়ে ওঠা  নতুন প্রজন্মের মাঝে বাঙলার কৃষ্টি   ছড়িয়ে দেবার প্রচেষ্টা অব্যহত থাকার আশাবাদ ব্যক্ত করেন  মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির সভাপতি সংবাদ শ্রমীক কাওছার হাওলাদার ।

বিভিন্ন দেশের মাইগ্রেনদের জন্য  ইউরোপে সাংস্কৃতিতে পরিবর্তন এসেছে সভার সঞ্চালক প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল আহসান শামিম শুভেচ্ছা বক্তবব্যে বলেন।

প্রধান অতিথি যুক্তরাজ্য উদীচীর সভাপতি গোলাম মস্তফা ইউরোপে অভিবাসী সংস্কৃতির বিকাশে সম্মেলনের অগ্রগতি অবহিত করেন।  বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সাংবাদিকতার মহৎ পেশায় আত্মনিয়োগের আহবান জানান উপদেষ্টা সাংবাদিক তুহিন মাহমুদ। এছাড়া বক্তব্য রাখেন প্রেস ক্লাব সম্মানিত সদস্য সাংবাদিক আব্দুল বাসিত দলই,জালাল হাওলাদার,মাসুম বিল্লাহ সুমন সহ অনেকে।

অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান  মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির নেত্রীবৃন্দ।বক্তারা প্রত্যাশা করেন সঠিক ভাবে বাংলা কৃষ্টি লালনের মাধ্যমে ইউরোপে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশ প্রেমে আবধ্য করায় মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালি সহ ইউরোপের সাংবাদিকবৃন্দ সেতু বন্ধনের ভূমিকা পালন করবে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি