প্রবাস

প্যাটারসনে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন

নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনে বাংলাদেশের ৪৬তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ই ডিসেম্বর শনিবার দুপুরে প্যাটারসন সিটি চেম্বার হলে পেটারসন সিটি কাউন্সিল আয়োজন করে - বাংলাদেশ ডে ২০১৭ ।

বাংলাদেশী বংশোদভুত  পেটারসন সিটি কাউন্সিলম্যন জনাব শাহিন খালিক এর সৌজন্যে  মনমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্টানে জাতীয় পতাকা উত্তোলন ,সাংস্কৃতিক অনুষ্টান ও আলোচনা সভা অনুস্তিত হয় ।

কাউন্সিলম্যন শাহীন খালিক-এর সঞ্চালনায় প্রথমেই  পবিত্র কুরআন থেকে তেলাওয়াত  ওদোয়া পরিচালনা করেন  কমিউনিটি এক্টিবিস্ট সৈয়দ জুবায়ের আলী।

উক্ত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কনস্যুলেট -কনসাল জেনারেল শামীম আহসান, প্যাটারসন সিটির মেয়র জেন উইলিয়ামস-ওয়ারেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নারীনেত্রী ডেইজি সারোয়ার, সিটি কাউন্সিল প্রেসিডেন্ট রুবি কটন, কাউন্সিল এট্ লারজ মারিছা ডেভিলা, অ্যালেক্স মেন্ডেজ, কাউন্সিলম্যন উইলিয়াম ম্যাকওয়য়ে, আন্দ্রে সায়েগ, বোর্ড অব এডুকেশন কমিশনার জোয়েল  ডি রামিরেজ   ফ্লাভিও রাইভেরা, বোর্ড অব অ্যাডজাস্টমেন্ট কমিশনার জয়েদ রহিম সামরান উপস্তিত ছিলেন।

উপস্তিত ছিলেন লাউতা ইউনিয়নের কয়েকবারের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ জলিল, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের  প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, , হেলডন বোর্ড অব ইউটিলিটি কমিশনার  দেওয়ান বজলু চৌধুরী, নিউ জার্সি আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক চুন্নু , সাধারণ সম্পাদক  শামিম আহমেদ, নিউ জার্সী আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মুক্তাদির তুফায়েল, আওয়ামীলীগ নেতা সেলিম আহমেদ চৌধুরী,  এ কে মজুমদার, রেজাউল করিম. নিউ ইয়র্ক থেকে আগত ডাক্তার মোহাম্মেদ মাহফুয হায়দার।

নিউ জার্সি বি এন পি সভাপতি সৈয়দ জুবায়ের আলী, বি এন পি নেতা আনহার মিয়া, মিনহাজ আহমেদ, মুহাম্মদ মহসিন, কমিউনিটি এক্টিবিস্ট তাজ উদ্দিন, সাইদুর রহমান দাদা ভাই , রেখা বেগম,আবু সুফিয়ান, ফয়জুর রহমান ফটিক,  আব্দুল হক , আব্দুর রাব্বানী, সফিউল আলম বাবলু, আব্দুল হেলিম, দিপু আহমেদ, মুহাম্মদ মাসনুন আহমেদ , আমিনুল ইসলাম, ওয়াজিদ আলী,ময়েজ আহমেদ সহ অনেকে।

উপস্তিত ছিলেন নিউ জার্সি আওয়ামী যুবলীগ সভাপতি নুরুজ্জামান সুহেল ,  সাধারণ সম্পাদক  শহিদুল ইসলাম হাফিজ , যুবলীগ নেতা ফয়েজ আহমেদ, মাহফুজুর রহমান রুমন, ইমরান হোসাইন, শাজাহান হান্নান সাজু,  সায়েক হোসাইন ,দীপ্ত রায়, মিন্টু আলী, ফয়েজ আলী. আলমগির আলী ।

জালালাবাদ ট্রাভেলসের প্রেসিডেন্ট ও নিরাপদ সড়ক চাই নিউ জার্সি শাখার সদস্য সচিব মাশুক আহমদ. দিনবদল পত্রিকার সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, ইভেন্ট ইউ এস এ র সত্বাধীকারী এনাম চৌধুরী।

প্যাটারসন পাবলিক স্কুলের শিক্ষক মুহাম্মদ ফরিদ উদ্দিন, প্যাটারসন পাবলিক স্কুলের স্পেশাল প্রজেক্ট কোওরডিনেটর গিলমান চৌধুরী সহ সিটি কাউন্সিলের সকল সদস্য ও বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টব্যক্তিবর্গ , বিপুল সংখক মহিলা ও শিশু কিশোর উপস্থিত ছিলেন।

সব শেষে ছিল এনাম চৌধুরীর তত্ত্বাবধানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান।

সৃষ্টি একাডেমীর ছাত্র ছাত্রীদের পরিবেশনায় অনন্য একটি গীতি নৃত্য নাট্য উপস্থিত সবাইকে আনন্দে আপ্লুত করে। গীতি আলেখ্য টি নির্দেশনায় ছিলেন সৃষ্টি একাডেমীর কর্ণধার সুবর্ণা মেনন খান।

আগামী এক সপ্তাহ বাংলাদেশের জাতীয় পতাকা সিটি হলের সামনে যুক্তরাষ্ট্রের পতাকার সঙ্গে উড়তে থাকবে।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি