প্রবাস

জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনে বিজয় দিবস উদযাপিত

সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। স্থায়ী মিশনের রাষ্ট্রদূত এম শামীম আহসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ,প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।তাদের মধ্যে ছিলেন সুপ্রিয় কুমার কুণ্ডু,আবিদ খান,তো ঠিক ইসলাম,রবিউল ইসলাম,মোঃ হোসেন সরকার ও আব্দুল ওয়াদুদ আকন্দ।এছাড়া সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতা নজরুল জমাদার ,আমজাদ চৌধুরী,শ্যামল খান,জাহাঙ্গীর আলম জুয়েল,মোহসীনসহ আরও অনেকে।

বংগবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে জানুয়ারীতে জেনেভায় বড় আকারে সমাবেশ ও মিছিল অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান দলীয় নেতারা।শেষে আবু বকর মোল্লার পরিচালনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
 

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি