প্রবাস

লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখা সভাপতির নিন্দা

আমস্টারডাম ৮ ফেব্রুয়ারী: লন্ডনে বাংলাদেশ দূতাবাসে বিএনপি নেতা কর্মীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেদারল্যান্ডস শাখার সভাপতি ডেভিড রহমান। এই ঘটনাকে ন্যাক্কারজনক অভিহিত করে ডেভিড রহমান বলেন, বিদেশের মাটিতে যারা স্বাধীন বাংলদেশের ভাবমূর্তি নস্ট করতে চায় তাদের আসলেই বাংলাদেশের নাগরিক ভাবা যায় না এবং তাদের সম্পর্কে কোন কথা বলতেও ঘৃনা হয়। বিদেশের মাটিতে একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক দুতাবাস। আমাদের পরিচয় দেয়ার স্বীকৃত স্থান দুতাবাস। সেখানে হামলা চালিয়ে তারা বিশ্বের বুকে বাংলাদেশের সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছে এবং প্রমান করেছে যে বিএনপি একটি স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী সংগঠন।

শুধু দুতাবাস আক্রমন করে এবং ভাংচুর করেই খান্ত হয় নয় নাই, তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে জুতা মেরে আবারো প্রমান করলো যে তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইনে দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তি দাবি করেন এবং একই সঙ্গে এই সন্ত্রাসীদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিলের জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বঙ্গবন্ধু নেদারল্যান্ডস শাখার সভাপতি।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি